২ আগষ্ট বিকেলে পেইচিংয়ে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ"পক্ষীয় বৈঠকের প্রতিনিধিরা১ আগষ্ট সন্ধ্যায় চীনা পক্ষের দেয়া অভিন্ন দলিলের তৃতীয় খসড়া নিয়ে আবার আলাপ পরামর্শ করেছেন ।
২ আগষ্ট সকালে চীন-উত্তর কোরিয়া আর চীন-যুক্তরাষ্ট্র পৃথকপৃথকভাবে দ্বিপাক্ষিকআলোচনা করার পর প্রতিনিধি দলগুলোর নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় । জানা গেছে , প্রতিনিধি দলগুলোর বৈঠকে প্রধানত বিতর্কিতসমস্যাগুলো নিয়ে আলোচনা হযেছে । পারমানবিক অস্ত্র উন্নয়নপরিত্যাগ এবং প্রাসঙ্গিক ক্ষতিপূরণ ব্যবস্থা ইত্যাদি সমস্যা আলোচনারকেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে । জানা গেছে , প্রতিনিধি দলগুলোর নেতারা সভার আগে আবার ঘোষণা করেছেন যে , তারা মিলিত প্রয়াসে বর্তমান বৈঠকের বাস্তব সাফল্য চান ।
এই দিন বিকেলে দলগুলোর নেতাদের সভা ছাড়াও দক্ষিণ কোরিয়া -যুক্তরাষ্ট্র , চীন-দক্ষিণ কোরিয়া , উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিকবৈঠকে অভিন্ন দলিলের খসড়া সংক্রান্ত মতভেদ নিয়ে মতবিনিময় হযেছে । উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বৈঠক আবার অনুষ্ঠিত হবে কিনা এ খবর পাওয়ার সময় পর্যন্ততা স্থির হয়নি ।
|