মার্কিন মহাকাশ ব্যুরো স্থানীয় সময় ১ আগস্ট ঘোষণা করেছে যে , ৩ আগস্ট নভোচারী স্টেফেন রোবিনসোন মহাশূন্যে পায়চারির সময় নভোযান ডিসকাভারির মধ্যভাগের দুটো ইনসুলেশন ফোর্মের ফাঁক ভরাট করবেন ।এটা মহাশূন্যে কোনো নভোযানের প্রথম মেরামত।
মার্কিন বিশেষজ্ঞদের মতে , নভোযান মেরামত করার ঝুঁকি আছে । নভোচারী অসাবধান হলে ইনসুলেশন ফোমের আরো বেশী ক্ষতি হবে ।
জানা গিয়েছে , মার্কিন মহাকাশ ব্যুরো মহাকাশ-স্টেশন মেরামত করার পরিকল্পনা বাতিল করেছে ।
ছবি
|