১ আগষ্ট পেইচিংয়ে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল বলেছেন, একইদিনে বিভিন্ন পক্ষের মধ্যে অভিন্ন খসড়া প্রস্তাবের আলোচনায় বেশী অগ্রগতি অর্জিত হয়নি। মার্কিন পক্ষ বৈঠকে সাফল্য অর্জন করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চলাচ্ছে।
হিল ১ আগষ্ট সন্ধ্যায় বলেছেন, মার্কিন পক্ষ ২ আগষ্ট চীন পক্ষের সঙ্গে সাক্ষাত্ করবে। কিন্তু অভিন্ন খসড়ার চূড়ান্ত প্রস্তাব দাখিল করার সময় এখনও স্থির করা হয় নি।
জানা গেছে, ছ'পক্ষীয় বৈঠকে গতকাল সকালে আলাদা আলাদাভাবে চীন ও উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ অনুষ্ঠিত হয়েছে। তারপর উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেক বার দ্বিপাক্ষিক সাক্ষাত্ করে চীন পক্ষের ৩১ জুলাই উত্থাপিত অভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে সমন্বয় করেছে।
|