v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-02 09:36:38    
২৭ জুলাই

cri
    ২৭ জুলাই ১৯৫৪ মিশরে ব্রিটেনের ৭২ বছরব্যাপী দখলের অবসান ঘটে

    ১৯৫৪ সালের ২৭ জুলাই সন্ধ্যাবেলায় ব্রিটেন আর মিশরের মধ্যে সুয়েজ খাল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার ফলে ব্রিটেনের ৭২ বছরব্যাপী সামরিক দখলের অবসান ঘটে । এতে প্রতিফলিত হয় ব্রিটেনের ঔপনিবেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে। চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে সুয়েজ খাল এলাকায় দু' পক্ষের মধ্যে বৈরী তত্পরতা বদ্ধ হবে। এ এলাকায় সংঘটিত লড়াইয়ে ৪৬ জন ব্রিটিশ এবং প্রায় একশো মিশরি প্রাণ হারায়।এই দীর্ঘকালীণ বিধিতে নিধার্রনারন করা হয় এই অঞ্চল থেকে ব্রিটেনের ৮০ হাজার সৈন্য ২০ মাসের মধ্যে সম্পূর্ণভাবে সরে যাবে।

    ২৭ জুলাই ১৯৬৯ সুয়েজ খালের উপর মিশর আর ইসরাইলের মধ্যে বিমান যুদ্ধ

    ১৯৬৯ সালের ২৭ জুলাই ইসরাইল আর সিরিয়ার মধ্যে বিমান লড়াই হয়। ইসরাইল মিশরের সামরিক ছাউনির উপর হামলা চালায়। এর পর মিশর ইসরাইলের উপর প্রতিশ্রুতিমূলক বিমান আক্রমণ চালায়।সে মাসে আরব দেশগুলো আর ইসরাইলের মধ্যে রণক্ষেত্র আবার আকাশে স্থানান্তরিত হয়। ৮ জুলাই গোলান মালভূমির আকাশে ইসরাইলের ফ্রান্সের তৈরী জঙ্গী বিমানগুলো ৩০ মিনিটের মধ্যে সিরিয়ার ৭টি মিগ ১৫ জঙ্গি বিমানকে ভূপাতিত করে।

    ২৭ জুলাই ১৯৯৬ আটল্যানটায় বোমা বিস্ফোরণ

    ১৯৯৬ সালের ২৭ জুলাই পেইচিং সময় বিকাল একটা ১৫ মিনিটে আটল্যান্টার ওলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্রের নিকটর্বতী ওলিম্পিক উদানে সংঘটিত একটি বোমা বিস্ফোরণে প্রায় দু 'শো লোক আহত হয় এবং চাঁর জন প্রাণ হারায়। বিস্ফোরণ ঘটার সময় ওলিম্পিক উদ্যান লোকে লোকারণ্য। ওলিম্পিক উদ্যানের একটি সাদা রংয়ের তাঁবু প্ল্যাটফোর্মেরমের পিছনে একটি বোমা হঠাত বিস্ফোরিত হয়। উদ্যানের লোকেরা অবিলম্বে সরে যায়। পুলিশ ঘটনা অবরোধ করে। সে দিন বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সি এন এনের একটি খবরে বলা হয়েছে , পুলিশ দুটো বিস্ফোরক উদ্ধার করে।

    ২৭ জুলাই ১৯৮০ ক্ষমতাচ্যুত ইরানের রাজা মিশরে মারা যান

    ১৯৮০ সালের ২৭ জুলাই ইরানের রাজা শাহ ব্রেগলভি মিশরের একটি সামরিক হাসপাতালে মারা যান। ইরানের ইসলামী বিপ্লব ঘটার পর বালাভি মিশরে গিয়ে ১৮ মাস ধরে প্রবাসিত জীবানযাপন করেন। মিশরের প্রেসিডেন্ট সাদাদ এক মাত্র মানুষ যিতি ব্রেহলভিরর অবস্থানের জায়গা সরবরাহ করেন। ১৯৭৩ সালে মিশর আর ইসরাইলের মধ্যে যুদ্ধ চলাকালে ইরান মিশরকে অর্থনৈতিক সাহায্য দিয়েছিলো । এর জন্য মিশরের প্রেসিডেন্ট সাদাত খুব কৃতজ্ঞ বোধ করেন। ব্রেহলবীর জন্য মিশরের প্রেসিডেন্ট সাদাদ রাষ্ট্রীয় অস্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করেন।

    ২৭ জুলাই ১৯৪৯ বিশ্বের প্রথম জেট যাত্রীবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন

    ১৯৪৯ সালের ২৭ জুলাই বিশ্বের প্রথম জেট যাত্রীবাহী বিমান ব্রিটেনে পরীক্ষামূলকভাবে উড়ানো হয়। দ্বিতীয় মহা যুদ্ধের বীর ব্রিটিশ বিমান বাহিনীর চালক জন ক্যানী এই যাত্রিবাহী বিমান চালান।