v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-02 08:51:39    
২ আগস্ট

cri
**১৯৮৪ সালের ২ আগস্ট হংকং সমস্যায় চীন-ব্রিটেন মতৈক্য

 ১৯৮৪ সালের ২ আগস্ট চীন ও ব্রিটেন ব্রিটেনের তত্কালীন উপনিবেশ হংকংয়ের ভবিষ্যত নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে। ১৮৯৮ সালে চীন ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত ইজারা চুক্তি অনুযায়ী হংকং ১৯৯৭ সালে চীনে ফিরে আসার কথা । তাই দু'পক্ষ ১৯৮২ সাল থেকে হংকং সমস্যা নিয়ে আলোচনা শুরু করে। ১৯৯৭ সালের ১ জুলাই হংকং আনুষ্ঠানিকভাবে চীনের কোলে ফিরে এসেছে।

**১৯২২ সালের ২ আগস্ট ক্যানাডায় বেলের মৃত্যু

 ১৯২২ সালের ২ আগস্ট ভোরবেলায় টেলিফোনের আবিষ্কারক আলেকজান্দার গ্রাহাম বেল ক্যানাডায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বেল ব্রিটিশ আবিষ্কারক, তিনি বিদ্যুত দিয়ে ধ্বনি পরিবহনের যন্ত্র আবিষ্কার করেছেন, অর্থাত্ টেলিফোন, এবং টেলিফোন, পেটেনট অধিকার অর্জন করেন। ১৮৮০ সালে তিনি ফ্রান্সের ভোল্ট পুরস্কার পান, এবং এই অর্থ দিয়ে তাঁর পরীক্ষাগারের তহবিল হিসেবে টমাস এডিসোনের আবিষ্কার গ্রামোফোনেরউন্নতি করেছেন।

**১৯১৪ সালের ২ আগস্ট সার্বিকভাবে প্রথম বিশ্ব যুদ্ধ বাঁধে

 ১৯১৪ সালের ২ আগস্ট জার্মান বাহিনী বেলজিয়াম এবং ফ্রান্সে অনুপ্রবেশ করে এই দুটি দেশসহ ব্রিটেন, সার্বিয়া এবং মোন্টেনেগ্রোকেজার্মানী ও রাশিয়ার সংঘর্ষে টেনে এনেছে, ফলে গোটা পশ্চিম ইউরোপ এক বিরাট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

 ১৮৩৯ সালের এক আন্তর্জাতিক চুক্তিতে স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয় যে, বেলজিয়াম এক নিরপেক্ষ দেশ । কিন্তু জার্মানীর প্রধানমন্ত্রী জার্মানী চুক্তি লঙ্ঘণ করার কথা স্বীকার করেছেন, এবং বেলজিয়াম ফ্রান্সের সঙ্গে সহযোগিতা করবে বলে বেলজিয়ামের কাছে চরমপত্র পাঠিয়ে জার্মানীর বাহিনীকে বেলজিয়ামের ভূভাগে প্রবেশ করতে অনুমোদন দেয়ার দাবি জানিয়েছেন, নইলে তার সঙ্গে লড়াই হবে। বেলজিয়াম এই দাবি প্রত্যাখ্যান করেছে। ২ আগস্ট জার্মানী বেলজিয়ামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে বেলজিয়ামে অনুপ্রবেশ করেছে।

**১৯৪০ সালের ২ আগস্ট বাল্টিক সাগরের তিনটি দেশ সোভিয়েট ইউনিয়নে অন্তর্ভুক্ত

 দ্বিতীয় বিশ্ব যুদ্ধ ঘটার পর সোভিয়েট ইউনিয়ন ১৯৪০ সালের জুন মাসে পরপর লিথুয়েনিয়া , লাটভিয়া এবং এস্তোনিয়ার কাছে চরমপত্র পাঠিয়ে এই তিনটি দেশের কাছে শীঘ্রই সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে তত্পরতা বন্ধ করা, সোভিয়েট ইউনিয়নের প্রতি বন্ধুভাবাপন্ন নতুন সরকার প্রতিষ্ঠা করা , এবং সোভিয়েট ইউনিয়নের বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়ার দাবি জানিয়েছে। ১৪ এবং ১৫ জুলাই বাল্টিক সাগরের এই তিনটি দেশ সোভিয়েট সরকার প্রতিষ্ঠা ঘোষণা করে, এবং সোভিয়েট ইউনিয়নে অন্তর্ভুক্তির অনুরোধ জানায়। ১৯৪০ সালের ৩ থেকে ৬ আগস্ট সোভিয়েট ইউনিয়নের সর্বোচ্চ সোভিয়েটের সপ্তম অধিবেশনে লিথুয়েনিয়া , লাটভিয়া এবং এস্তোনিয়ার সোভিয়েট ইউনিয়নে অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।