কেনিয়ার একজন কর্মকর্তা ১ আগস্ট বলেছেন, সুদানের প্রথম ভাইস-প্রেসিডেণ্ট , দক্ষিণ সুদানের সরকার বিরোধী সশস্ত্র শক্তি সুদান গণ- মুক্তি আন্দোলনের নেতা জন গারাং ৩০ জুলাই রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার পর সংশ্লিষ্ট পক্ষ উগান্ডাও কেনিয়ার সঙ্গে সংলগ্ন দক্ষিণ সুদান অঞ্চলে এই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিমানের সকল আরোহী নিহত হয়েছে।
সুদান গণ-মুক্তি আন্দোলনের মুখপাত্র একই দিন বলেছেন, এ সংকট মোকাবিলার জন্য এ সংস্থার সভা চলছে। কিন্তু এই মুখপাত্র বিস্তারিত তথ্য জানান নি।
অন্য খবরে প্রকাশ, গারাংয়ের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর সুদানের রাজধানী খারতুমে দাঙ্গা-হাঙ্গামার অবস্থা সৃষ্টি হয়েছিলো।
|