চীন ও নেপালের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব পরস্পরের কাছে অভিনন্দন বাণী পাঠিয়েছেন ।
হু চিন থাওয়ের অভিনন্দন বাণীতে বলা হয়েছে , গত ৫০ বছরে রাজনীতি , অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে দু দেশের ফলপ্রসু সহযোগিতা হয়েছে । দুপক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পরস্পরকে সমর্থন করে আসছে ।
হু চিন থাও বলেছেন , শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে দুদেশের বন্ধুত্ব ক্রমাগত গভীর হলে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরো সম্প্রসারিত হলে তা শুধু দুদেশের জনগণের মৌলিক স্বার্থেরই নয় ,দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নেরও অনুকূল হবে ।
রাজা জ্ঞানেন্দ্রের অভিনন্দন বাণীতে বলা হয়েছে , পারস্পরিক সম্মান , সমঝোতা ও আস্থা নেপাল-চীন সম্পর্কের একটি বৈশিষ্ট্য । নেপাল পক্ষ বিশ্বাস করে ,আগামীতে নেপাল-চীন মৈত্রী নিশ্চয় আরো উন্নত হবে ।
|