চীনের লজিস্টিক্স তথ্য কেন্দ্রের ১ আগষ্ট প্রকাশিত নতুনতম পরিসংখ্যান থেকে জানা গেছে , চলতি বছরের প্রথমার্ধে চীনের কয়লা উত্পাদন ক্ষেত্রে বিকাশের প্রবনতা অব্যাহতভাবে বজায় রয়েছে । কয়লা বাজারের চাহিদা সোত্সাহে চলছে । গোটা দেশে কয়লার সরবরাহ ও চাহিদায় মোটামুটিভাবে ভারসাম্য অর্জিতহয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , জুন মাসের শেষ নাগাদ গোটা দেশের গুদামজাত কয়লার পরিমান ছিল ১১ কোটি ৫০ লক্ষ টন । একই সময় কয়লার আমদানিতে দ্রুত বৃদ্ধির প্রবনতা বজায় রাখা হয়েছে । চলতি বছরের প্রথমার্ধে মোট ১ কোটি ২০ লক্ষ টন কয়লা আমদানি করা হয়েছে ।
বিশেষজ্ঞরা মনে করেন যে , চীনে কয়লার মূল্যে স্থিতিশীলভাবে বাড়ার প্রবনতা দেখা দেবে , কিন্তু বিরাট মাত্রায় উঠার প্রবনতা দেখা দেবে না
|