তিব্বতের রাজধানী লাসার পোতালা প্রাসাদ চত্বরেরসম্প্রসারণ-প্রকল্প ৪ মাস চলার পর ৩১ জুলাই সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পর্যটকদের কাছে উন্মুক্ত হয়েছে ।
জানা গেছে , গোটা সম্প্রসারণ প্রকল্পটিতে মোট ১৫ কোটি রেনমিনিপ বিনিয়োগ করা হয়েছে । সম্প্রসারিত হওয়ার পর চত্বরেরআয়তন ১৮ হেক্টরে দাঁড়িয়েছে । এতে যেমন তিব্বতী জাতির সাংষ্কৃতিকঐতিহ্য বজায় রাখা হয়েছে তেমনি আধুনিক যুগের বৈশিষ্ট্যও দেখানো হয়েছে ।
উল্লেখ্য , পোতালা প্রাসাদ ময়দান বিশ্ব সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ---পোতালা প্রাসাদের এক গুরুত্বপূর্ণ অংশ বিশেষ । চত্বরটি দেশীবিদেশী পর্যটকদের আকর্ষন করার অন্যতম দর্শনীয় স্থান ।
|