v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-01 17:35:22    
২৫ জুলাই-- ০১ আগস্ট, ০৫

cri
ছ'পক্ষীয় বৈঠকে অভিন্ন দলিল নিয়ে আলোচনা

চতুর্থ দফা কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী চীন, উত্তর কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ,দক্ষিণ কোরিয়া , রাশিয়া ও জাপান ২৬ জুলাই সকাল নায়টায় পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের তথ্য কেন্দ্রের ৩১ তারিখের খবরে জানা গেছে , এই দিন ছ'পক্ষ অভিন্ন দলিল নিয়ে আলাপপরামর্শ শুরু করেছে ।উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েকটি মতাভেদ আছে ।

মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল ৩০ জুলাই সন্ধ্যায় বলেছেন , বৈঠকে অংশগ্রহনকারী পক্ষগুলো অভিন্ন দলিলের প্রণয়ন সম্পন্ন করার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে । তিনি চীনা পক্ষের গঠনমূলক কাজের প্রশংসা করেছেন ।

রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থা সংস্কার সম্পর্কে চীনা গন ব্যাংকের বিবৃতি

চীনা গণ ব্যাংকের একজন মুখপাত্র ২৬ তারিখ ঘোষনা করেছেন যে , চীনের মুদ্রা রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থা সংস্কার হওয়ায় তার মূল্য শতকরা দুই ভাগ বেড়েছে । তা থেকে এটি প্রতিপন্ন হয় নি যে , রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থা সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে শতকরা দুই ভাগ বেড়েছে , পরে আরো বাড়বে ।

মুখপাত্র বলেছেন , দেশ-বিদেশের সংবাদ মাধ্যম আর সংশ্লিষ্ট পক্ষ রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থা সংস্কারের উপর ব্যাপক মনোযোগ আর পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করেছে । কিন্তু বিদেশের অল্পসংখ্যক সংবাদ মাধ্যম সংস্কারের বিষয়বস্তু বিশেষ করে মার্কিন ডলারের সংগে রেন মিন বির লেনদেনের মূল্য সংস্কারের ব্যাপারে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছে । তারা এমন কি মনে করে যে , রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থা সংস্কারের যে দুই ভাগ বৃদ্ধি পেয়েছে , তা শুধু প্রথম পদক্ষেপের ব্যবস্থা ।

পূর্ব এশিয়ার সহযোগিতা জোরদারের বিষয়ে চীনের পাঁচটি প্রস্তাব

দিনব্যাপী ১০ যোগ ৩ পররাষ্ট্র মন্ত্রী অধিবেশন ২৭ তারিখ লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে শেষ হয়েছে । অধিবেশনে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং নতুন পরিস্থিতিতে পূর্ব এশিয়ার সহযোগিতা সুসংবদ্ধ আর জোরদার করার ব্যাপারে পাঁচটি প্রস্তাব উপস্থাপন করেছেন ।

এই পাঁচটি প্রস্তাব হলোঃ দশ যোগ তিনকে প্রধান প্রনালী হিসেবে সহযোগিতা ত্বরান্বিত করার ওপর অবিচল থাকা , সহযোগিতায় আসিয়ানের পথ-নির্দেশকের অবস্থানে অবিচল থাকা , উভয় বিজয়ের নীতিতে অবিচল থাকা , এই অঞ্চলের অন্যান্য সহযোগিতা ব্যবস্থার যৌথ উন্নয়ন ত্বরান্বিত করা এবং সহযোগিতার ব্যবস্থা আর পদ্ধতি উন্নত করা ।

ওলিম্পিক্স ২০০৮ খাদ্য নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হবে

পেইচিং মহানগর সরকার আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি তথ্যজ্ঞাপন সভা থেকে জানা গেছে, "২০০৮ সালের পেইচিং ওলিম্পিক খাদ্য নিরাপত্তা চুক্তি" শীঘ্রই সম্পাদিত হবে। এই চুক্তি অনুযায়ী বিভিন্ন দিক থেকে ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক্স খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।

জানা গেছে, ২০০৮ সালের ওলিম্পিক গেইমসের আকার, জায়গা বন্টন, খাদ্য সরবরাহ পরিমাণ ইত্যাদি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানদন্ড কাজে লাগানো এবং সংশ্লিষ্ট খাদ্যের নিরাপত্তা সুনিশ্চিত বরণের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। প্রধানতঃ ওলিম্পিক গেইমসের খাদ্যের উপকরণের নিরাপত্তা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা, ওলিম্পিক গেইসমের খাদ্যের সরবরাহকারী স্থান ও উত্পাদন কারখানা তত্ত্বাবধান ও পরীক্ষা এবং ওলিম্পিক গেইমস খাদ্য পরিসেবা কম্পানির প্রবেশের শর্ত আর ওলিম্পিক গেইমস চলাকালীণ খাদ্যের নিরাপত্তার জরুরী সতর্কবাণী তৈরী করা ইত্যাদি।

পাক-ভারত সাংস্কৃতিক আদান-প্রদান বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তান ও ভারতের সাংস্কৃতিক আদান প্রদান জোরদার সংক্রান্ত বৈঠক দুদিন চলার পর ২৭ জুলাই ইসলামাবাদে শেষ হয়েছে । বৈঠকে দু পক্ষ পরস্পরের পবিত্রধর্মীয় স্থানে সফরকারীদের সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয়ে একমত হয়েছে ।

পাকিস্তানের দি নিউস পত্রিকার একটি খবরে বলা হয়েছে , বৈঠকে দু পক্ষ পূর্ববর্তী বৈঠকে স্থির করা বিষয়গুলো আর বর্তমান বৈঠকের নতুন বিষয় আলোচনা করেছে । বৈঠকে সংস্কৃতি , শিল্পকলা , ক্রীড়া , পর্যটন , যুব সমাজ , ভিসা প্রদান ও পবিত্র ধর্মীয়স্থান সফর ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে ।

ভারত ও পাকিস্তানের সার্বিক শান্তি আলোচনার একটি অংশ হিসেবে দু দেশের পূর্ববর্তী সাংস্কৃতিক আদান প্রদান বৈঠক গত বছর ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছিলো।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গুলি বিনিময়ে ৩০জন হতাহত

৩০ জুলাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরের কেন্দ্র স্থলে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তুমুল লড়াই করেছে। তাতে ২জন নিহত এবং ২৫জন আহত হয়েছে।

২৯ জুলাই বিকেল কয়েকজন সশস্ত্র ব্যক্তি শ্রীনগরের কেন্দ্র স্থলের একটি পুলিশ অফিসের ওপর হামলা চালিয়েছে। ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী পরে সেই সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় করেছেন। ৩০ জুলাই দুপুর পর্যন্ত তুমুল লড়াইয়ে একজন ভারতীয় পুলিশ আর একজন নিরাপত্তা সৈন্য নিহত এবং অন্য ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮জন সংবাদদাতা।

এই খবর পাওয়া পর্যন্ত দু'টি চরমপন্থী ইসলামিক সংস্থা এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

মুশারাফঃ বিদেশে সন্ত্রাসী হামলার সংগে পাকিস্তানের সম্পর্ক নেই

২৬ তারিখ পাকিস্তানের ডন পত্রিকার খবরে প্রকাশ , পাক প্রেসিডেন্ট মুশারাফ ২৫ তারিখ লাহোরে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , পাকিস্তান কার্যকরভাবে এই দেশে আল কায়েদার পরিচালনা প্রতিষ্ঠান ধ্বংস করেছে । বিশ্বের অন্যান্য দেশগুলোতে সংঘটিত সন্ত্রাসী হামলার সংগে পাকিস্তানের সম্পর্ক নেই ।

তিনি বলেছেন , গত কয়েক বছরে পাকিস্তান সেনাবাহিনী ও আইন সংস্থা আল কায়েদার ৭ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং সম্পূর্ণভাবেপাকিস্তানে আল কায়েদার পরিচালনাধীন টেলি-যোগাযোগ আর প্রচার ব্যবস্থা ধ্বংস করেছে ।

মহাশূন্যে "ডিস্কাভারি" মহাশূন্যযানের নভচারীদের পায়চারি

ডিস্কাভারি" নামক মহাশূন্যযানের দু'জন নভচারী মস্কো সময় ৩০ জুলাই মহাশূন্যে সাফল্যের সঙ্গে পায়চারি করে নিরাপদে মহাশূন্যযানে ফিরে গিয়েছেন।

৬ ঘন্টা ৪৬ মিনিট ধরে মহাশূন্যের পায়চারির সময়ে দু'জন নভচারী "ডিস্কাভারি" মহাশূন্যযান উতক্ষেপনের সময়ে ক্ষতিগ্রস্ত বহির্ভাগ তন্নতন্ন করে দেখেছেন এবং কাল্পনিক মেরামত করেছেন। তাঁরা লক্ষ্য করেছেন যে, মহাশূন্যযানের উষ্ণতা-অন্তরিত করা ব্যবস্থার ২৫টি জায়গা আঘাত পেয়েছে। কিন্তু মার্কিন বৈজ্ঞানিকরা মনে করেন যে, তা সত্ত্বেও মহাশূন্যযান নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারবে।

শার্ম-এল-শেইখের বিস্ফোরণের বিরুদ্ধে বিশ্ব সমাজের তীব্র নিন্দা অব্যাহত

২৩ তারিখ ভোরে মিসরের শার্ম-এল-শেইখে একটানা বিস্ফোরণ ঘটার পর বিশ্ব সমাজে এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছে এবং সহযোগিতা জোরদার করে বিবিধ সন্ত্রাসের উপর কঠোরভাবে আঘাত হানার মত প্রকাশ অব্যাহত রয়েছে ।

হাজার হাজার স্থানীয় জনতা আর বিদেশী পর্যটক ২৪ তারিখ শার্ম-এল-শেইখে মিছিল আয়োজন করেছেন । তারা হাতে ফুল আর সন্ত্রাস বিরোধী শ্লোগান তুলে নিয়ে তাদের সন্ত্রাস বিরোধী দৃঢ়সংকল্প প্রকাশ করেছেন ।

জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান ২৩ তারিখ একটি বিবৃতিতে নিরীহ অধিবাসীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক তত্পরতার তীব্র নিন্দা করেছেন ।

এই ধরনের সন্ত্রাসী তত্পরতার নিন্দা করে একই দিন ইসলামী সম্মেলন সংস্থা , উপসাগরীয় সহযোগিতা পরিষদ আর ইসলামী বিশ্ব ইউনিয়ন যথাক্রমে বিবৃতি প্রকাশ করেছে । মিসর সরকার সন্ত্রাস দমনের যে ব্যবস্থা নিয়েছে , তার প্রতি তারা সমর্থন ব্যক্ত করেছে ।

ব্যর্থ লন্ডন বোমা বিস্ফোরণের চার জন সন্দেহভাজণ অপরাধী গ্রেফতার

ব্রিটিশ ও ইতালির পুলিশ ২৯ জুলাই আলাদা আলাদাভাবে ব্যর্থ৭.২১ লন্ডন বিস্ফোরণের তিন জন সন্দেহভাজণ অপরাধীকে গ্রেফতার করেছে। তাদের নিয়ে চার জন সন্দেহভাজণ অপরাধী সবাই ধরা পড়েছে।

বি.বি.সি'র খবরে জানা গেছে, ২৯ জুলাই সকালে ব্রিটিশ পুলিশ পশ্চিম লন্ডনে সন্ত্রাস-দমন অভিযান চালিয়ে ব্যর্থ বিস্ফোরণের চার-জন সন্দেহভাজণ ব্যক্তির মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে।

এরপর, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গিউসেপ পিসানু বলেছেন, ইতালির পুলিশ একই দিন বিকেলে রোমে ওসমান হুসেন নামে চতুর্থ সন্দেহভাজণ অপরাধীকে গ্রেফতার করেছে।

কয়েক দিন আগে, ব্রিটিশ পুলিশ বার্মিংহামেও ইয়াসিন হাসান ওমার নামক একজন সন্দেহখভাজণ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

আফ্রিকান ইউনিয়ন চার রাষ্ট্র-গোষ্ঠীঃ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের প্রস্তাবপ্রত্যাখ্যান করেছে

জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত নিয়ে গঠিত চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়ন ২৫ জুলাই লন্ডনে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন চার রাষ্ট্র-গোষ্ঠী উত্থাপিত সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের খসড়া প্রস্তাবপ্রত্যাখ্যান করেছে।

সম্মেলন শেষে চার রাষ্ট্র-গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, মিলিতভাবে জাতি সংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের খসড়া প্রস্তাব দাখিল করার জন্য তারা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করবে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশ নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আডেনিজিও সংবাদ মাধ্যমকে বলেছেন, আফ্রিকান ইউনিয়ন চার রাষ্ট্র-গোষ্ঠীর সঙ্গে মিলে নতুন প্রস্তাব দাখিল করার প্রয়াস চালাবে। উভয় পক্ষই বলেছে, আগামী কয়েক সপ্তাহে নতুন প্রস্তাব নিয়ে পরামর্শ করবে।