সুদানের প্রেসিডেণ্ট ওমার আল-বাশির ১ আগস্ট বলেছেন, সুদানের প্রথম ভাইস-প্রেসিডেণ্ট, দক্ষিণ সুদানের সরকার বিরোধী সশস্ত্র শক্তি সুদান গণ- মুক্তি আন্দোলনের নেতা জন গারাং বিমান দুর্ঘটনায় নিহত হওয়া সত্ত্বেও সুদান সরকার অব্যাহতভাবে দেশের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
বাশির সেদিন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, এই ঘটনা সুদান সরকার ও সুদান গণ-মুক্তি আন্দোলনের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার যৌথ প্রয়াসের সংকল্প আরও সুদৃঢ় করেছে।
(সুদানের প্রথম ভাইস-প্রেসিডেণ্ট গারাং )
সুদানের গণ-মুক্তি আন্দোলনও একই দিন এক বিবৃতিতে গারাংয়ের মৃত্যুর কথা স্বীকার করেছে এবং সুদান সরকারের সঙ্গে একটি সার্বিক শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষরের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালানোর ইচ্ছে প্রকাশ করেছে।
গারাং ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে সুদানের প্রথম ভাইস-প্রেসিডেণ্ট নিযুক্ত হন। ৩০ জুলাই রাতে উগান্দা থেকে সুদান ফিরে আসার পথে বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। জানা গেছে, প্রতিকূল আবহাওয়া এই বিমান দুর্ঘটনার কারণ।
|