v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-01 15:43:15    
২০০৮ সালে পেইচিংয়ে বসবে হাই-টেক ওলিম্পিক্স মেলা

cri
    চার বছর আগে পেইচিং ২৯তম ওলিম্পিক গেইমসের আয়োজক নির্ধাচিত হবার পর থেকে, চীন বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ওলিম্পিক গেইমস স্থিতিশীলভাবে আয়োজন করা একটি প্রধান অংশ।

    ওলিম্পিক গেইমসের আয়োজক প্রতিযোগিতা চলার সময়ে পেইচিং "সবুজ ওলিম্পিক্স, হাইটেক ওলিম্পিক্স,সাংস্কৃতিক ওলিম্পিক্স" শ্লোগান উত্থাপন করেছে। এবং ইতিহাসের প্র্রথম"হাইটেক ওলিম্পিক্স"-এর ধারণা পেশ করেছে। পেইচিং শহরের ভাইস-মেয়র ম্যাদাম লিন ওয়েন ছি বলেছেন:

    "হাইটেক ওলিম্পিক্স২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেইমসের তিনটি ধারণার অন্যতম। তা হলো সবুজ ওলিম্পিক্স ও সাংস্কৃতিক ওলিম্পিক্সের গুরুত্বপূর্ণ সমর্থন। হাইটেক ওলিম্পিক্স মানে দেশ বা বিশ্বের বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রের সর্বশেষ উদ্ভাবন প্রয়োগে ওলিম্পিক্স আয়োজন।"

    পেইচিং ওলিম্পিক গেইমসের আয়োজক নির্ধাচিত হবার পর, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পেইচিং ওলিম্পিক সাংগঠনিক কমিটি ইত্যাদি সংস্থা "হাইটেক ওলিম্পিক্স" প্রকল্প চালু করেছে। তা ছ'টি ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে দশটি প্রধান বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছে। এগুলোকে সফল করে তোলার জন্য, চীন ইতিমধ্যে ৩ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করেছে এবং কয়েক হাজার বৈজ্ঞানিক এই প্রকল্পে নিযুক্ত হয়েছেন। বর্তমানে কিছু বিষয় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

    চীনের বিজ্ঞান একাডেমির স্বয়ংক্রিয় যন্ত্রপাতি গবেষণাগারের বৈজ্ঞানিক লিউ বিন ও তাঁর গ্রুপ ওলিম্পিক্সের "বহু ভাষিক তথ্য-সরবরাহ পরিসেবা" ব্যবস্থার কাজে নিযুক্ত হন। তিনি সংবাদদাতাকে বলেছেন:

    "আমরা এখন ২০০৮ সালের ওলিম্পিক্স চলাকালীন বিদেশী ন্ধুদের জন্য অনুবাদ যন্ত্রপাতি প্রবর্তন করছি। এই যন্ত্রপাতি প্রধনতঃ নোটবুক, মোবাইল ইত্যাদি সহজে সহনযোগ্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতির সঙ্গে যুক্ত থাকবে। হোটেল-বুকিং, পথ খোঁজা, চিকিত্সা তথ্য নেয়া বা নাস্তা খাওয়া ইত্যাদি তথ্যের প্রয়োজন হলে তাত্ক্ষনিকভাবে এই যন্ত্রপাতি অনুবাদ করতে পারবে।"

    ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক্স চলাকালে বহু বিদেশী ক্রীড়াবিদ ও ক্রীড়া-নির্ধারক বা পর্যটক পেইচিংয়ে আসবেন। যদি বিদেশী বন্ধুদের নোটবুক ও মোবাইলে "বহু ভাষিক তথ্য পরিসেবা" ব্যবস্থা যুক্ত হয়, তবে তাদের জন্য অনেক সুবিধা হবে।

    "আমি দুধ চা চাই"

    "দুই গ্লাস রেড ওয়াইন"

    এ ধরণের সহজ উপায়ে বিদেশী বন্ধুদের জন্য ইংরেজী-চীনা অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। অবশ্যয় এই অনুবাদ ব্যবস্থার গতি একটু ধীর। তা নিয়ে, চীনের বিজ্ঞান একাডেমির লিউ বিন বলেছেন, তাঁরা এই ব্যবস্থা উন্নয়ন করছে, যাতে তা ব্যবহারকালে আরো সুবিধাজনক হয়।

    জানা গেছে, পেইচিং ওলিম্পিক্সের সময়ে এই ব্যবস্থার মাধ্যমে চীনা ভাষা থেকে অন্যান্য ভাষায় অনুবাদ করা যাবে। নির্ধারিত বিদেশী ভাষাগুলোর মধ্যে রয়েছেঃ ইংরেজী, ফরাসী, রুশ, আরবি, স্পেনিশ এই পাঁচটি জাতিসংঘে ব্যবহৃত ভাষা আর জাপানী, থাই ও জার্মান ইত্যাদি।

    "বহু ভাষিক তথ্য পরিবেসা" ব্যবস্থা ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট প্রধান প্রকল্পও রয়েছে। জানা গেছে, ২০০৮ সালের ওলিম্পিক্স চলাকালে পেইচিং শহরের ৮০ শতাংশেরও বেশী সড়কে বাতি সৌর-শক্তিতে জ্বলবে। ক্রীড়াবিদবাহী গাড়ী চলবে বিদ্যুতের সাহায্যে। ওলিম্পিক্স কেন্দ্রে মানুষের মুখ সনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে মানুষের আসা-যাওয়া নিয়ন্ত্রত হবে। দর্শকরা থ্রী-জি অর্থাত তৃতীয় প্রজন্মের মোবাইলের মাধ্যমে প্রতিযোগিতা দেখতে পারবে। পেইচিং ওলিম্পক গেইমস আয়োজিত হতে আরো তিন বছর বাকী। এই তিন বছরের মধ্যে আরো বেশী হাই-টেক ব্যবহার করে ওলিম্পক্স পরিসেবা দেয়া যাবে বলে আশা করা যায়।