চীনের অষ্টম কিস্তির নারী বিমান-চালক সম্পত্রি চীনের উত্তর-পূর্বাঞ্চলের ছাংছুন শহরের বিমান বাহিনীর বিমান ও মহাশূন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তাঁরা আনুষ্ঠানিকভাবে চার বছর বিমান-চালকের জীবন শুরু করেছেন, এতে চীনের প্রথম কিস্তির নারী নভোচারী প্রশিক্ষণ দেয়ার প্রস্তাবনা উন্মোচিত হয়েছে।
জানা গেছে, ২ লক্ষেরও বেশি উচ্চ মাধ্যমিক স্কুলের স্নাতকদের মধ্য থেকে এই ৩৫ জন নারী বিমান-চালক প্রার্থী বাছাই করা হয়েছে। প্রশিক্ষণের লক্ষ্য অনুযায়ী, তাঁরা হচ্ছেন চীনের প্রথম কিস্তির জঙ্গী বিমানের চালক এবং নভোচারী হওয়ার জন্য নারী-শিক্ষার্থী। তাঁদের মধ্যে শ্রেষ্ঠ স্নাতকরা আরো দুই তিন বছরের নভোচারীর নির্বাচন এবং প্রশিক্ষণ নেয়ার পর চীনের নারী নভোচারী হিসেবে মহাশূন্যে যাবেন।
১৯৫১ সাল থেকে এই পর্যন্ত চীন পর পর সাত কিস্তিতে মোট তিন শতাধিক নারী বিমান-চালক প্রশিক্ষণ দিয়েছে। চীন হচ্ছে পৃথিবীতে সর্বাধিক নারী বিমান-চালক প্রশিক্ষণ দেয়ার দেশের অন্যতম।
|