মিসরের প্রধানমন্ত্রী নাজিফ ৩১ জুলাই বলেছেন, সম্প্রতি মিসরের লোহিত সাগরের শার্ম-এল-শেইখে একটানা বিস্ফোরণের সঙ্গে আল-কায়েদা সংস্থা জড়িত থাকার প্রমান নেই।
নাজিফ সি-এন-এনকে সাক্ষাত্কার দেওয়ার সময়ে বলেছেন, মিসর বরাবরই বিভিন্ন সন্ত্রাসী তত্পরতার লক্ষ্যবস্তু, কিন্তু তিনি মনে করেন, আল-কায়েদা সংস্থার সঙ্গে এই সন্ত্রাসী তত্পরতার কোনো যোগাযোগ নেই। মার্কিন সংবাদ মাধ্যমে মিসরের সিনাই উপদ্বীপে আল-কায়েদা সংস্থার সন্ত্রাসী তত্পরতা আছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল, নাজিফ সেদিন তার সত্যতা অস্বীকার করেছেন এবং বলেছেন, ঐ খবর সমর্থন করার কোনো প্রমাণ নেই।
জুলাই মাসের ২৩ তারিখে শার্ম-এল-শেইখে একটানা বিস্ফোরণে ৬৭ জন নিহত হয়েছেন।
|