কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা ১ আগস্ট অব্যাহতভাবে চীন পক্ষের উত্থাপিত যৌথ দলিলের খসড়া নিয়ে আলোচনা করছেন।
জানা গেছে, সোমবার দল নেতা সভা বা উপ দল নেতা সভা আয়োজনের সম্ভাবনা আছে, তাঁরা যৌথ দলিলের খসড়ার সংশোধন প্রসঙ্গে মত বিনিময় করবেন। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকবার দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার সম্ভাবনাও আছে।
৩১ জুলাই বিভিন্ন পক্ষ ৫ ঘন্টা ধরে উপ-দল নেতা পর্যায়ের অধিবেশন আয়োজন করেছে, তাঁরা যৌথ দলিলের খসড়া সমস্যা নিয়ে আলোচনা করেছেন। রুশ প্রতিনিধি দলের কর্মকর্তা একই দিনে জানিয়েছেন, রাশিয়া পক্ষ মোটামুটি চীন পক্ষের উত্থাপিত যৌথ দলিলের খসড়ার সঙ্গে সম্মত এবং দলিল স্বাক্ষর করতে প্রস্তুত্ব।
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা সোং মিন সোন ৩১ জুলাই বলেছেন, ছ'পক্ষ সবাই মনে করে যে, কোরিয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাঠামো প্রতিষ্ঠা করা দরকার।
|