v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-01 11:07:04    
৩১ জুলাই

cri
    ৩১ জুলাই ১৯২০ বার্ণে ইন্টারন্যাশোনালের প্রতিষ্ঠা

    প্রথম মহা যুদ্ধ বাঁধানোর পর বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক পাটি স্বদেশের পুঁজিবাদী শ্রেণীর সরকারের সাথে হাত মিলিয়ে বিদেশের সর্বহারা শ্রেণীর বিরোধীতা করে। সমাজতান্ত্রিক পাটির দ্বিতীয় ইন্টারন্যাশোনাল ব্যর্থ হয়। ১৯১৯ সালের ফেব্রয়ারীতে সুইজাল্যান্ডের বার্নে অনুষ্ঠিত একটি সম্মেলনে সমাজতান্ত্রিক পাটির নেতারা সমাজতান্ত্রিক ইন্টারন্যাশোনাল পূণগঠনের প্রস্তাব উত্থাপন করেন। ১৯২০ সালের ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত জেনিভায় আয়োজিত একটি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ইন্টারন্যাশোনাল পুণ:প্রতিষ্ঠিত হয়। বার্নে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে এই সম্মেলনকে বার্ন ইন্টারন্যাশোনল ডাকা হয়। দ্বিতীয় মহা যুদ্ধ বাঁধার পর দ্বিতীয় ইন্টারন্যাশোনালেরসমস্ত তত্পরতা বন্ধ হয়।

    ৩১ জুলাই ১৯৫০ কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ

   কোরীয় যুদ্ধে অংশ নেওয়ার জন্য ১৯৫০ সালের ৩১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ট্রুমেন সৈন্য পাঠানোর নির্দেশ দেন। কোরীয় রণক্ষেত্রে অধিক সৈন্য পাঠানোর জন্য ট্রুমেনের নিদের্শে অর্থ বরাদ্দ বাড়ায়। মার্কিন কংগ্রেস ১২০ কোটি মার্কিন ডলার্রের প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদন দেয়। ১৯৫০ সালের ৭ জুলাই জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ভোটদানের ফলাফল অনুসারে সেবার অর্থ বরাদ্দ বাড়ানো হয় এবং অধিক সৈন্য পাঠানো হয়। কোরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাতি সংঘের সৈন্যবাহিনী পরিচালনা করে।

    ৩১ জুলাই ১৯৫৮ ইরাকে অভ্যূত্থান ঘটে

    ১৯৫৮ সালের ৩১ জুলাই ইরাকে সংঘটিত রক্তাক্ত অভ্যত্থানে শুধু সেখানকার পূর্ব-পশ্চিমা প্রশাসনই উত্খাত হয়নি, মধ্য-প্রাচ্য অঞ্চলে নতুন উত্তেজনাসংকুল পরিস্থিতিও সৃষ্টি হয়। এই পরিস্থিতিমার্কিন যুক্তরাষ্ট্র আর সৌভিয়েত ইউনিয়ানকে নতুন সংঘর্ষের পথে ঠেলে দেয়।

    ৩১ জুলাই ১৯৬৩ আফ্রিকা উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠা

    ১৯৬৩ সালের ৩১ জুলাই আফ্রিকান দেশের অর্থমন্ত্রীদের অধিবেশনে গৃহীত একটি চুক্তিতে আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৬৪ সালের নভেম্বর এই ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের জুলাই মাসে ব্যাংকের ব্যবসা শুরু হয়। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কেবলর আফ্রিকার স্বাধীন সদস্য রাষ্ট্রসমুহ এই ব্যাংকে অংশ গ্রহণের অধিকার পায়। ১৯৭৯ সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, পশ্চিম জার্মানী , ক্যানাডা, ফ্রান্স প্রভৃতি ২১টি দেশ এই ব্যাংকে যোগ দেয়।

    ৩১ জুলাই ১৯৭৫ সাতটি ধনী দেশের প্রথম শীর্ষ সম্মেলন শুরু

    ১৯৭৫ সালের ৩১ জুলাই সাত দেশের প্রথম শীর্ষ সম্মেলন শুরু হয। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে উন্নত দেশের শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব করে। কয়েকটি ধনশালী দেশের নেতারা এক সঙ্গে বসে অর্থনীতির সমস্যা নিয়ে আলোচনা করা এই শীর্ষ সম্মেলন আয়োজনের প্রধান লক্ষ্য।

    ৩১ জুলাই ১৯৮৫ দক্ষিণ আফ্রিকায় জরুরী অবস্থা জারী

    ১৯৮৫ সালের ৩১ জুলাই দক্ষিণ আফ্রিকা আরেকবার হাংগামা আর সহিংসতার কেন্দ্রে পরিণত হয়। এই সমাজের অস্থিতিশীলতা প্রশমিত করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জরুরী অবস্থা জারী করেন।

    ৩১ জুলাই ১৯৯১ যুক্তরাষ্ট্র আর সৌভিয়েত ইউনিয়ানের মধ্যে রণনৈতিক অস্ত্র কমানোর চুক্তি

    ১৫ দফা তুমুল আলোচনার পর ১৯৯১ সালের ৩১ জুলাই মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট জজ বুশ আর সৌভিয়েত প্রেসিডেন্ট গরবাচেভের মধ্যে আনুষ্ঠানিকভাবে রণনৈতিক অস্ত্র কমানোর চুক্তি স্বাক্ষরিতস্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের জন্য দু দেশ আপোষ রফা করে।বিশেষ করে সৌভিয়েত ইউনিয়ান বেশী ছাড় দেয়ার সুবাদে অবশেষে এই চুক্তি স্বাক্ষর সম্ভব হয়।