v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Wednesday Apr 9th   2025 
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-01 10:48:16    
৩০ জুলাই

cri
     ৩০ জুলাই ১৯৩২ ওলিম্পিক গেমসে চীনের প্রথম অংশ গ্রহণ

    ১৯৩২ সালের ৩০ জুলাই দশম ওলিম্পিক গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের লস-এন্জেতলেসে অনুষ্ঠিত হয়। সেবারকার ওলিম্পিক গেমসে চীন মাত্র দু' জন ক্রীড়াবিদ পাঠায়। যদিও তাঁরা কোনো পদক অর্জন করতে পারেন নি, তবু তাঁরা চীনা ক্রীড়াবিদের ওলিম্পিক গেমসে যোগ দেওয়ার সংকল্প দেখান।সুতরাং এটি একটি তাত্পর্যসম্পন্ন ঘটনা।

    ৩০ জুলাই ১৯৭৫ ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সম্মেলন হেলসিংকিতে শুরু

    ১৯৭৫ সালের ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা হেলসিংকিতে অনুষ্ঠিত হয়। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র আর ক্যানাডা সহ ৩৫টি দেশের প্রতিনিধিরা সেবারকার সম্মেলনে অংশ নেন। সম্মেলনে " চূড়ান্ত দলিল" স্বাক্ষরিত হয়। এই "চুড়ান্ত দলিলে আছে: " আস্থাবান পদক্ষেপ ও নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণের প্রতিষ্ঠা সম্পর্কে কয়েকটি দলিল", " অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ক্ষেত্রের সহযোগিতা" ইত্যাদি। ইউরোপীয় নিরাপত্তার দিকে তত্কালীনসৌভিয়েত ইউনিয়ান সর্বাধিক মনোযোগ দেয়। ইউরোপের নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইউরোপের সীমান্তের হালচাল স্থির করা সৌভিয়েত ইউনিয়ানের আশা-আকাংক্ষা।

    ৩০ জুলাই ১৯৮৪ চীনের প্রথম ওলিম্পিক স্বর্ণপদক

    ১৯৮৪ সালের ৩০ জুলাই ২৩তম ওলিম্পিক গেমসে চীনের বিখ্যাত শুটার শি হাই ফেন চীনের ক্রীড়া প্রতিনিধি দলের জন্য প্রথম স্বর্ণপদক অর্জন করেন। এটি হলো চীনের ওলিম্পিক ইতিহাসের প্রথম স্বর্ণপদক। সেবারকার ওলিম্পিক গেমসে অংশ নেয়ার আগে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকটি স্বর্ণপদক অর্জন করেন।বর্তমানে তিনি হলেন চীনের নারী শুটার দলের প্রধান কোর্চ।

    ৩০ জুলাই ১৯২৩ চীনের নিজস্ব নকশার প্রথম বিমান

    ১৯২৩ সালের ৩০ জুলাই চীনের প্রথম ডাবল প্রোপেলারযুক্ত বিমান কুয়াংতোং বিমান কারখানায় সাফল্যজনকভাবে তৈরী করা হয়। সে বছরের প্রথম দিকে নৌ-বাহিনীর গঠনকাজ জোরদার করার জন্য কুয়াংতোং বিপ্লবী সরকার বিশেষভাবে বিমান পরিবহণ ব্যুরো প্রতিষ্ঠা করে।

    ৩০ জুলাই ১৯০৭ জাপান আর রাশিয়া মিলিতভাবে চীনকে বিচ্ছিন্ন করে

    ১৯০৭ সালের ৩০ জুলাই রাশিয়ার সেন্ট পিটাসর্বাগে জাপান আর রাশিয়ার মধ্যে গোপনীয়ভাবে "জাপান-রাশিয়া চুক্তি" স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে চীনের তিনটি উত্তর-পূর্ব তিনটি প্রদেশকে উত্তর আর দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয় । উত্তরাংশ রাশিয়ার শাসনের আওতায় আর দক্ষিণাংশ জাপানের শাসনের আওতায় রাখা হয়।

    ৩০ জুলাই ১৮৬৩ সাল শিল্পের জনক হেনরি ফোর্ডের জন্ম

    ১৮৬৩ সালের ৩০ জুলাই শিল্পের জনক বলে আখ্যায়িত হেনরি ফোর্ডের জন্ম হন। বয়স ১৭ বছর হবার আগেই তিনি তাঁর বাবার সঙ্গে খামারে কাজ করেন। যখন তার বয়স ১৭ বছর, তিনি তখন ডেট্রয়েট অঙ্গ রাজ্যে একটি বিদ্যুত কম্পানিতে চাকরি পান। রাত্রিবেলায় তিনি ইন্জিন তৈরীতে মনোনিবেশ করেন।১৮৯২ সালে তাঁর তৈরী প্রথম গাড়ির জন্ম হয়। গাড়ীতে তখন দু জন লোক বসতে পারে। ১৯০৩ সালে তিনি এক লক্ষ মার্কিন ডর্লার দিয়ে ফোর্ড গাড়ী কোম্পানি প্রতিষ্ঠা করেন। প্রায় সকল বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেন যে, ছ' মাসের মধ্যে তাঁর এই কোম্পানি দেউলিয়া হয়ে পড়বে। কিন্তু বাস্তবে তিনি বিশ্বের সবচেয়ে বড় গাড়ী কোম্পানি পরিচালনা করে বিশেষজ্ঞদের এই ভবিষ্যদ্বাণীকে মিথ্যে প্রমাণ করেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China