v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-08-01 10:31:44    
১ আগস্ট

cri
** ১৮৯৬ সালের ১ আগস্ট চীনে প্রথম চলচ্চিত্র দেখানো

 ১৮৯৬ সালের ১ আগস্ট শাংহাইয়ের সুই উদ্যানের "আরেক গ্রাম" নামক হলে পাশ্চাত্য চলচ্চিত্র দেখানো হয়েছে। এটা হলো চীনে প্রথম চলচ্চিত্র দেখা, এবং বিদেশী চলচ্চিত্র ব্যবসায়ীদের চীনে ব্যবসা করার আরম্ভ।

** ১৯৫০ সালের ১ আগস্ট চীনের বেসামরিক বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে চালু

 ১৯৫০ সালের ১ আগস্ট চীনের বেসারমিক বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সরকারী বিষয়াদি পরিষদের অনুমোদিত বিমান চলাচলের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে থিয়েনচিন---হানকৌও--কুয়াঙচৌ, থিয়েনচিন-হানকৌও--ছুংছিং এই দুটি সরাসরি বিমান চলাচলের লাইন চালু হয়, তারপর ছুংছিং--চেনতু, ছুংছিং--খুনমিং, ছুংছিং--কুইইয়াং, ছুংছিং--হানকৌও এই চারটি শাখা লাইন চালু হয়। তা ছাড়া, চীন সরকার আর সোভিয়েট ইউনিয়ন সরকারের চীন ও সোভিয়েট ইউনিয়নের বেসামরিক বিমান চলাচল লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি অনুযায়ী দু'দেশের সরকার এই কোম্পানির প্রশাসনিক কমিটি গঠনের জন্য কর্মকর্তা বাছাই করে নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এই কোম্পানি ১ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠার পর ১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে।

** ১৯৫৫ সালের ১ আগস্ট চীন ও যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক

 ১৯৫৫ সালের ১ আগস্ট জেনিভায় চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেবারকার বৈঠকে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি হলেন পোল্যান্ডস্থ চীনা রাষ্ট্রদূত ওয়াং বিন নান, মার্কিন প্রতিনিধি হলেন চেকস্থ মার্কিন রাষ্ট্রদূত এ জোনসেন। দু'পক্ষ অধিবেশনের আলোচ্যবিষয় নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে, তা হলো এক, দু'পক্ষের প্রবাসীদের প্রত্যর্পণ সমস্যা; দুই, দু'পক্ষের মধ্যে বিতর্ক অন্যান্য বাস্তব সমস্যা।

**১৯৫৫ সালের ১ আগস্ট চীন ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

 নেপাল এশিয়ার হিমালয় পর্বতমালার মধ্যস্থানের দক্ষিণ দিকের এক অন্তর্দেশীয় দেশ। আয়তন ১৪৭১৮১ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ২ কোটি ৫৯ লক্ষ। ত্রিশাধিক জাতি আছে। নেপালী ভাষা হচ্ছে তার সরকারী ভাষা, ইংরেজীও প্রচলিত। ৮৬.৫ শতাংশ নাগরিক হিন্দু ধর্মাবলম্বী। রাজধানী কাঠমুন্ডু। সারা দেশের মোট আয়তনের শতকরা ২৯.১ ভাগ বনাঞ্চল । পানি সম্পদ প্রচুর। নেপাল এক কৃষি প্রধান দেশ, এবং বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশের অন্যতম। ৯০ শতাংশ লোক কৃষি কাজ করেন। প্রধান কৃষিজাত পণ্য হচ্ছে ধান, ভূট্টা, গম, আখ, শর্ষে বীজ, পাট, তামাক ইত্যাদি। নেপালের শিল্পের বুনিয়াদ দুর্বল। রাজা জ্ঞানেন্দ্রেরজন্মদিন ১৯৪৭ সালের ৭ই জুলাই হচ্ছে নেপালের জাতীয় দিবস। নেপাল জাতি সংঘের সনদের মৌলিক নীতি এবং উদ্দেশ্য অনুসরণ করে, জোটনিরপেক্ষ, শান্তিপূর্ণ সহাবস্থানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে। ১৯৫৫ সালের ১ আগস্ট চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।