দক্ষিন ও উত্তর কোরিয়ার রেলপথ ও সড়কপথ সম্পর্কিতবৈঠক তিনদিন চলার পর ৩০ জুলাই উত্তর কোরিয়ার কাইসোং শহরে সমাপ্ত হয়েছে । অক্টোবর মাসের শেষ দিকে দক্ষিন ও উত্তর কোরিয়ারগিয়েগুই লাইন ও তৌহাই লাইন সংযুক্ত করা রেলপথ চালু হওয়া সম্পর্কে দুপক্ষ চুক্তি সম্পাদন করেছে ।
এর আগে দক্ষিন ও উত্তর কোরিয়া দুপক্ষ ২০০৪ সালের নভেম্বর মাসে দক্ষিন ও উত্তর কোরিয়ার পশ্চিম ও পূর্বাঞ্চলের সড়কপথের নির্মানকাজ সম্পন্ন করেছে এবং সড়কপথ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ।
উল্লেখ্য যে , গিয়েগুই লাইন ও তৌহাই লাইন এবং তার আশেপাশে দুটি সড়ক সংযুক্ত করার প্রকল্প ২০০২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয় ।
|