শূকরের স্ট্রেপটুকোকেসে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ঠেকানোর জন্য ৩০ জুলাই চীনের গণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জরুরী সভা ডাকা হয়েছে ।
গণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সভায় বলেছেন , এই ব্যাপারে চীনের যাবতীয় স্তরের চিতিত্সা বিভাগ ও কৃষি বিভাগের সময়মত তথ্য বিনিময় করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা উচিত । নিবিড়ভাবে এই সংক্রামক রোগ পর্যবেক্ষন করার সঙ্গে সঙ্গে প্রযুক্তির দিক থেকে প্রস্তুতি নিতে হবে যাতে কেউ এই রোগে আক্রান্ত হলে যথা সময়ে তার চিতিত্সা হয় ।
চীনের সি চুয়ান প্রদেশের স্বাস্থ্য বিভাগের সর্বশেষ রির্পোট অনুযায়ী ২৯ জুলাই বারোটা থেকে ৩০ জুলাই বারোটা পর্যন্ত এই প্রদেশের যে আরো ১১জন লোক এই রোগে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দু জন মারা গিয়েছে । ৩০ জুলাই বারোটা পর্যন্ত ১৭৪ জন রোগীর মধ্যে ৩৪ জনরোগীর মৃত্যু হয়েছে।
তবে একটি সুখবর পাওয়া গিয়েছে যে , এই সংক্রামক রোগের সাড়ে তিন লক্ষ টিকা ৩১জুলাই চীনের কুয়াংতং প্রদেশ থেকে সিচুয়ান প্রদেশে পাঠানো হয়েছে ।
৩০জুলাই হংকং বিশেষ অঞ্চল সরকারের এক অধিবেশনেও এই সংক্রামক রোগ নিবারণের বহু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
|