ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ৩০ জুলাই অব্যাহতভাবে সন্ত্রাস-দমন জোরদারের ব্যবস্থা নিয়েছে।
ফ্রান্স ও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের সেন্ট জেন-ডি-লুজ শহরে বৈঠক করেছেন। বৈঠক শেষে ফ্রন্সের প্রতিরক্ষামন্ত্রী ম্যাদাম মিশেল আলিওট মারি বলেছেন, ফ্রান্স ও ব্রিটেন আকাশে সন্ত্রাস-দমনের সহযোগিতা জোরদার করতে যথাশীঘ্রই একটি চুক্তি স্বাক্ষর করবে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন রিড বলেছেন, সন্ত্রাসবাদীরা স্থল, সমুদ্র ও আকাশে হুমকি সৃষ্টি করছে, দু'দেশের উচিত সর্বশক্তি দিয়ে নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা।
একই দিনে, ইতালির প্রতিনিধি পরিষদ সরকারের উত্থাপিত ধারাবাহিক সন্ত্রাস-দমন ব্যবস্থা সম্পর্কিত প্রস্তাবটি অনুমোদন করে সন্ত্রাস-দমনে পুলিশকে আরো বেশী ক্ষমতা দিয়েছে।
|