৩০ জুলাই ওয়াশিংটন পোস্টের খবরে প্রকাশ , ২৯ জুলাই উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উজবেকিস্তানস্থ মার্কিন দূতাবাসের কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক নোটে ১৮০ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম উজবেকিস্তানের খানাবাদ বিমান ঘাঁটি থেকে বিমান, সৈন্য ও সাজসরঞ্জাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। কিন্তু এই দাবি জানানোর কারণ উল্লেখ্য করা হয় নি।
উল্লেখ্য, ২০০১ সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তালিবানের ওপর বিমান হামলা চালাতে শুরু করে। উজবেকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকেআফগানিস্তানের সীমান্ত থেকে দু'শো কিলোমিটার দূরে খানাবাদ বিমান বন্দর ব্যবহার করতে দিয়েছে।
|