তাইওয়ানে মূল ভূভাগের সহজ অক্ষরে মুদ্রিত বই-পুস্তক আমদানিকারক সমিতির চেয়ারম্যান লিয়াং জিন সিং ২৯ জুলাই বলেছেন , গত কয়েক বছরে তাইওয়ানে আমদানিকৃত মূল ভূভাগের বই-পুস্তকের পরিমান বছরের পর বছর বেড়েছে । ২০০৬ সালে তাইওয়ানে মূল ভূভাগের রফতানিকৃত বই-পুস্তকের মূল্য বিশ কোটি ইউয়ানে পৌঁছতে পারবে ।
সিয়ামেন শহরে দুপারের বই-পুস্তকের মুদ্রন ও প্রকাশ ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , তাইওয়ানের বাজার বড় নয় ,তবে প্রচুর বই কেনা-বেচার সম্ভাবনা রয়েছে । এখন তাইওয়ানে মূল ভূভাগের রফতানিকৃত বই-পুস্তকের পরিমান বেশী নয় ,তবে তা দ্রুত বেড়ে যাচ্ছে । দু পক্ষ যদি ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এবং পরিসেবার মান উন্নত করার চেষ্টা চালায় তাহলে তাইওয়ানে মূল ভূভাগের রফতানিকৃত বই-পুস্তকের পরিমান অবিরাম বাড়তে থাকবে ।
|