রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গি ইভানোফ ২৯ জুলাই বলেছেন , ভূভাগের সমস্যায় রাশিয়া জাপানের সঙ্গে কোনো আপোস রফা করবে না এবং দক্ষিন কুরিল দ্বীপপুন্জছাড়বে না ।
রাশিয়ার তাস বার্তা সংস্থার খবরে প্রকাশ , এই দিন ইভানোফ বিমান করে দক্ষিন কুরিল দ্বীপপুন্জের হাবোমাই দ্বীপ পরিদর্শন করার সময় বলেছেন , চরমপত্রদানের পদ্ধতিতে কঠিন শর্ত উত্থাপন করে দক্ষিন কুরিল দ্বীপপুন্জের সার্বভৌমত্বসমাধান করা যাবে না ।তিনি বলেছেন , রাশিয়া বিষয়টি নিয়ে অব্যাহতভাবে জাপানের সঙ্গে আলোচনা করবে । কিন্তু দক্ষিন কুরিল দ্বীপপুন্জে মতায়েন করা রাশিয়া সেনাবাহিনীর সংখ্যার পরিবর্তন হবে না ।
ইতুরুপ , কুনাশির,শিকোতান ও হাবোমাই চারটি দ্বীপের সার্বভৌম অধিকার নিয়ে রাশিয়া আর জাপানের মতবিরোধ আছে । চারটি দ্বীপের আয়তন ৫০০০ বর্গকিলোমিটার ।চারটি দ্বীপ জাপানের ভূভাগ ছিল । দ্বিতীয় মহা যুদ্ধে সাবেক সোভিয়েতবাহিনী দ্বীপগুলোদখল করে । দ্বীপগুলোর সার্বভৌম অধিকার নিয়ে রাশিয়া আর জাপান কেউ পিছ পা হয়নি বলে দুদেশের সম্পর্কের ভিত্তি হিসেবে শান্তিপূর্ণ চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি ।
|