চতুর্থ ক্যালিবিয়ান রাষ্ট্র লীগের শীর্ষ সম্মেলন ২৯ জুলাই পানামা শহরে শেষ হয়েছে । অর্থনীতি , বানিজ্য ও অর্থক্ষেত্রে কিউবার বিরুদ্ধে অবরোধের ব্যবস্থাউঠিয়ে দেয়ার জন্যে সম্মেলনে গৃহিত পানামা ঘোষনায়মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানানো হয়েছে ।
ঘোষনাটিতে উল্লেখ করা হয়েছে যে , ক্যালিবিয়ান রাষ্ট্রলীগ সার্বভৌমত্ব, ভূভাগের অখন্ডতা ও হস্তক্ষেপ না করার নীতি সমর্থন করে , প্রতিটি দেশের শান্তিপূর্ণ , স্থিতিশীল ও ন্যায়সংগতভাবে নিজের রাজনেতিক ব্যবস্থা প্রতিষ্ঠার অধিকার আছে । মার্কিন সরকার কিউবার উপর জারি করা দীর্ঘমেয়াদের অবরোধ উঠিয়ে নেবে বলে ক্যালিবিয়ান রাষ্ট্রলীগ আশা করে ।
২৫টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সম্মেলনটিতে অংশ নিয়েছেন । ঘোষনাটিতে আরও বলা হয়েছে , ক্যালিবিয়ান রাষ্ট্র লীগ হাইতির পুনর্গঠন ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাবে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাস তত্পরতা ও মাদকদ্রব্যেরকেনাবেচা দমন করবে ।
|