চীনের রাষ্ট্রীয় পরিষদের নীতি গবেষনালয়ের বিশেষজ্ঞ ছেন ইয়ুংচিয়ে ২৯ জুলাই ফুচিয়েন প্রদেশের ছুয়েনচৌ শহরে বলেছেন , দ্রতবেগে বিকাশ মান অ-রাষ্ট্রায়াত্ত মালিকানাধীন অর্থনীতি চীনের জাতীয় অর্থনীতি প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিনত হয়েছে ।
একই দিনে অনুষ্ঠিত " চীন . ফুচিয়েন অ-রাষ্ট্রায়াত্ত মালিকানাধীন অর্থনীতি প্রবৃদ্ধি ফোরামে " ছেন ইয়ুংচিয়ে বলেছেন , অ -রাষ্ট্রায়াত্ত মালিকানাধীন অর্থনীতি ইতিমধ্যে চীনের কর্মসংস্থানের প্রধান সুত্র ও রাষ্ট্রের আর্থিক আয়ের প্রধান উত্স এবং বৈদেশিক উন্মুক্ততারও রপ্তানির প্রধান শক্তিতে পরিনত হয়েছে ।
ছেন ইয়ুংচিয়ে বলেছেন , চীনের সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এবং চীনের অর্থনীতির দ্রুত বিকাশের সঙ্গেসঙ্গে চীনের অ-রাষ্ট্রায়াত্ত মালিকানাধীন অর্থনীতি আরও ন্যায়সংগত ও সুষ্যম ব্যবস্থা ও নীতিগত পরিবেশ পাবে ।
|