পাকিস্তানের প্রেসিডেণ্ট মুশারাফ ২৯ জুলাই রাওয়ালপিন্ডিতে বলেছেন, পাকিস্তান সর্বশক্তি দিয়ে দেশের চরমপন্থীদের ওপরে আঘাত হানবে।
তিনি বলেছেন, বর্তমানে পাকিস্তান সরকার দেশের চরমপন্থী সংস্থাগুলো ও তাদের সদস্যদের তদন্ত করতে শুরু করেছে। চরমপন্থী সংস্থাগুলোর নেতারা কঠোর শাস্তি পাবে।
তিনি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলেছেন, দেশের মাদ্রাসা পরিচালনার আরও কড়াকড়ি পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে এবং দু'টি নাগরিকত্ব প্রাপ্ত বিদেশী ছাত্রছাত্রী-সহ সকল বিদেশী ছাত্রছাত্রীদের বহিষ্কার করা হবে, যাতে চরমপন্থীরা মাদ্রাসা ব্যবহার করতে না পারে।
মুশারাফ আরও বলেছেন, সন্ত্রাস ও চরমপন্থীদের দমনে পাকিস্তানের প্রচেষ্টা আর আন্তরিকতার উপর সারা বিশ্বের নজর রাখা উচিত।
|