চীনের মূলভূভাগে আগামী মাস থেকে ১৫ ধরণের তাইওয়ানী ফলের শুল্কমুক্ত আমদানী ব্যবস্থা চালু হবার সিদ্ধান্তের প্রতি তাইওয়ানের কতকগুলো রাজনৈতিক দল আর কৃষি সংগঠন স্বাগত জানিয়েছে । তারা কর্তৃপক্ষের কাছে এই ব্যবস্থার প্রতিসক্রিয়ভাবে সাড়া দেয়া এবং কৃষকদের জন্য কল্যাণ সৃষ্টি করার আহবান জানিয়েছে ।
খবরে প্রকাশ , চীনের কুওমিনটাং পার্টির মুখপাত্র চাং রোং কোং বলেছেন , এই পার্টির চেয়ারম্যান লিয়ান চানের মূলভূভাগ সফরকালে মূলভূভাগ যে প্রতিশ্রুতি দিয়েছে , এই ব্যবস্থা তার প্রতিশ্রুতির কার্যকরীকরণ ।
ছিংমিন পার্টির নীতি কেন্দ্রের চেয়ারম্যান চাং সিয়েন ইয়াও বলেছেন , মূলভূভাগ যে এই ব্যবস্থা গ্রহণ করেছে , তা তাইওয়ানী কৃষকদের আয় বৃদ্ধির অনুকূল । কর্তৃপক্ষের তাকে বিলম্বিত করা উচিত নয় ।
|