v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-29 21:17:34    
২৯ জুলাই

cri
    ২৯ জুলাই ১৯১৫ মার্কিন মেরিন সেনারা হাইতি দখল করে

    ১৯১৫ সালের ২৯ জুলাই হাইতিতে বসবাসরত মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যান্য বিদেশী নাগরিকদের নিরাপত্তা রক্ষার অজুহাতে জেনারেল কাটুনের নেতৃত্বে মার্কিন নৌ-বাহিনীর "ওয়াশিংটন" ক্রসের ৪০০ জন মার্কিন ম্যারিন সেনা হাইডির পোট-অ-প্রিন্স দখল করে।

    এর আগে হাইতির রাজধানীতে হাংগামা ঘটে। এই হাংগামা হাইতির উত্তরাংশের অভ্যুত্থানেরসঙ্গে জড়িত। উত্তরাঞ্চলে সরকারী বাহিনী আর সরকার-বিরোধী অস্ত্রধারীদের মধ্যে তীব্র লড়াই চলে। পরে ভয়ংকর হাংগামা ঘটে।

    ২৯ জুলাই ১৯৪৮ চতুর্দশওলিম্পিক গেমস শুরু

    ১৯৪৮ সালের ২৯ জুলাই ১৪তম ওলিম্পিক গেমস লন্ডনে শুরু হয়।চীনের ৩৩ জন পুরুষ ক্রীড়াবিদ ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন।কিন্তু তাঁরা পদক অর্জন করতে পারেননি। জার্মানী আর জাপান দ্বিতীয় মহা যুদ্ধের উত্স দেশ বলে তাদের সেবার ওলিম্পিক গেমসে যোগ দিতে অনুমোদন দেওয়া হয়নি। লন্ডন ওলিম্পিক গেমসের সাফল্যজনক আয়োজন যুদ্ধোত্তর ওলিম্পিক ক্রীড়ার উন্নয়ন তরান্বিত করার জন্য বিরাট অবদান রাখে।

    ২৯ জুলাই ১৯৮১ প্রিনস চার্লস আর ডায়ানার মধ্যে বিয়ের অনুষ্ঠান

    ১৯৮১ সালের ২৯ জুলাই লন্ডনের সেনবাওলো গির্জায় বিশ্বের দৃষ্টি আকর্ষী একটি বিয়ের অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়। সেটা ছিলো ব্রিটেনের প্রিনস অফ ওয়েলস আর ডায়ানার মধ্যে আয়োজিত বিয়ের অনুষ্ঠান। সে দিন এ বিয়ের অনুষ্ঠান বিশ্বের কোটি কোটি মানুষের দৃষ্টি আর্কষণ করে। ৭৫ কোটি লোক টেলিভিশনের মাধ্যমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখেন বলে অনুমান করা হয়। সে দিন ব্রিটেন সরকার সরকারী ছুটি ঘোষণা করে।

    ২৯ জুলাই ১৯৮৭ ভারত-শ্রীলংকা শান্তি চুক্তি স্বাক্ষরিত

    ১৯৮৭ সালে শ্রীলংকার বর্ণ-বিবাদ পরিস্থিতির অবনতি ঘটে এবং শ্রীলংকা আর ভারতের সম্পর্ক উত্তেজিত হয়। সে বছরের ২৯ জুলাই , ভারতের প্রধান মন্ত্রী রাজিব গান্ধী শ্রীলংকা সফর করেন। সফরকালে তিনি শ্রীলংকার প্রেসিডেন্ট জয়বর্ধনের সঙ্গে শান্তি-চুক্তি স্বাক্ষর করেন। যার ফলে চার বছর স্থায়ী বর্ণ বিবাদের অবসান ঘটে। চুক্তির প্রধান বিষয়বস্তু ছিল: সে বছরের ৩১ জুলাই শ্রীলংকার সরকারী বাহিনী আর সরকার-বিরোধী তামিল সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধ-বিরতি , প্রধানত তামিল নাগরিক অধ্যূষিত দুটো পূর্ব-উত্তর প্রদেশ আত্মীকৃত হবে এবং সেখানে আধা-স্বশাসন প্রবর্তিতহবে।চুক্তিতে বলা হয় ভারত যুদ্ধ-বিরতি তত্ত্বাবধান করবে।

    ২৯ জুলাই ১৯৯৬ চীন সরকার পারমাণবিক পরীক্ষা স্থগিত ঘোষণা করে

    ১৯৯৬ সালের ২৯ জুলাই চীন সাফল্যজনকভাবে একটি পারমাণবিক পরীক্ষা চালায়। এর পর চীন ঘোষণা করে যে, ১৯৯৬ সালের ৩০ জুলাই থেকে চীন আপাতত পারমাণবিক পরীক্ষা বন্ধ করবে। ১৯৬৪ সালের ১৬ অকটোবর প্রথম পারমাণবিক পরীক্ষার পর থেকে ৩০ বছর প্রচেষ্টা চালানোর পর চীন একটি শক্তিশালী আর কার্যকর পারমাণবিক প্রতিরক্ষা শক্তি গড়ে তুলেছে।ব্যাপক পারমাণবিক অস্ত্র-মুক্ত দেশের দাবির প্রতিসাড়া দিয়ে এবং নিরস্ত্রীকরণনিরস্ত্রকরণ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন পারমাণবিক পরীক্ষা সামায়িকভাবে বন্ধ করার সিদ্ধান্তনেয়।

    চীন মনে করে, পারমাণবিক পরীক্ষা বন্ধ করা পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্বের আওতায় স্থায়ী শান্তিবাস্তবায়নের লক্ষ্যে চীন সরকার সারা বিশ্বের উদ্দেশ্যে বিশেষ করে পারমাণবিক অস্ত্রধারীদেশগুলোর উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র-বিমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।