দ্বাদশ আসিয়ান আঞ্চলিক ফোরাম ২৯ জুলাই লাওসের রাজধানী ভিয়েনটিয়ানে উদ্বোধন হয়েছে। ফোরামে অংশ গ্রহণকারী ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বা প্রতিনিধিরা আঞ্চলিক ও আন্তর্জাতিকনিরাপত্তা সমস্যা এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের ভবিষ্যত্ উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন।
জানা গেছে, সম্মেলন শেষে প্রকাশিত একটি বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের উপর আঘাত হানা এবং আন্তঃদেশীয় অপরাধ দমন প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে এবং তথ্য ও গোয়েন্দা আদানপ্রদান ত্বরান্বিত করবে। তাছাড়া, আসিয়ান নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের উপর যুক্তভাবে আঘাত হানার ঘোষণা স্বাক্ষর করেছে।
|