হলুদ নদী অর্থাত হোয়াংহোর মোহনা অঞ্চলের পরিবেশ রক্ষার জন্য চীন হোয়াংহো মোহনায় দুটি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে , এই দুটি সংরক্ষণ অঞ্চলের মোট আয়তন পাঁচ হাজার একর ।
জানা গেছে , সানতুং প্রদেশের খেনলি জেলায় এই দুটি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে । সংশ্লিষ্ট বিভাগ হোয়াংহোর মোহনা অঞ্চলে পানির গুনমান পরীক্ষা আর সামুদ্রিক প্রাণীগুলোর অবস্থা তদন্ত করেছে । সামুদ্রিক অঞ্চলের সামাজিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই দুটি সংরক্ষণ অঞ্চলকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে । তা ছাড়া সংরক্ষন অঞ্চলের সামুদ্রিক পরিবেশ সংরক্ষন কেন্দ্র ও সংরক্ষন দল সমুদ্রে টহলদারি ও সামুদ্রিক পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করছে ।
উল্লেখ্য , চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী --হোয়াংহোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার চার শ' কিলোমিটার ।
|