চীন ও ইন্দোনিশিয়া২৯ জুলাই একটি যুক্ত বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দু'দেশের উভয় নেতা বলেছেন, তাঁরা ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া এবং কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'র আমন্ত্রণে ইন্দোনিশিয়ার প্রেসিডেন্ট সুসিলো ২৭ জুলাই পেইচিংয়ে পৌঁছে চীনে চার দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন। তিনি ২৯ জুলাই বিকালে পেইচিং সফর শেষ করে সেন জেন শহরে গিয়েছেন।
|