২৯ জুলাই কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠক পেইচিংয়ে অব্যাহতভাবে চলছিল। এইদিনের প্রধান আলোচ্যসূচীতে বিভিন্ন প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ-পরামর্শ , বিশেষ করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দ্বিপাক্ষিক আলাপ-পরামর্শ অন্তর্ভুক্ত।
জানা গেছে, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একইদিন সকালে দেড় ঘন্টাব্যাপী পরামর্শ করেছেন। প্রধান আলোচ্যবিষয়ের মধ্যে উপদ্বিপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়ার ভুমিকা, দু'পক্ষের সম্পর্কের স্বাভাবিকায়নের উপায়, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী পরিহারের সময়সূচী ও শর্ত প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত করে। মার্কিন প্রতিনিধি দলের নেতা হিল পরামর্শের সময়ে বলেছেন, বৈঠকে বাস্তব অগ্রগতি অর্জনের জন্য মার্কিন পক্ষ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অব্যাহতভাবে পরামর্শ করতে ইচ্ছুক।
উল্লেখ্য, একইদিন সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আলাদা আলাদাভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক পরামর্শ চালিয়েছে।
অন্য খবরে জানা গেছে, চীন , মার্কিন যুক্তরাষ্ট্র ,রাশিয়া আর দক্ষিণ কোরিয়াও ২৯ জুলাই বিকালে দ্বিপাক্ষিক পরামর্শ করার কথা। তারপর চতুর্থ দফা বৈঠকের দল- নেতাদের অধিবেশন আয়োজনের সম্ভাবনার কথাও রয়েছে।
|