v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-29 15:22:57    
লুই তানতান মুরগি পুষে মোট ১৪ হাজার ইউয়ান উপার্জন করেছে

cri

    ১৯ বছর বয়সী লুই তানতান একজন কৃষি-শ্রমিক হিসেবে শহরে চার বছর ধরে কাজ করার পর সম্প্রতি নিজের জন্মভূমিতে ফিরে এসেছে। প্রথম দফায় তাঁর গ্রামে মুরগি পালনের ক্ষেত্রে সবচেয়ে কম ক্ষতি হয়েছে । শুধু ৫২ দিনের মধ্যে সে মোট ১৪ হাজার ইউয়ান উপার্জন করেছে।

    লুই তানতান চীনের সিউ ইয়ান মান জাতির শ্বায়ত্তশাসিত জেলার ছাওইয়াং মহকুমার নুয়ানছুয়ান গ্রামে থাকে। তার বয়স কম হলেও সংকল্প তার খুবই দৃঢ়। সে চমত্কার সাফল্য অর্জন করতে চায়। এই গরমকালে সে ২৪ হাজার ইউয়ান পুঁজিবিনিয়োগ করে একটি মুরগির খামার নির্মাণ করেছে । তা ৬৫ মিটার লম্বা ও ৭ মিটার চওড়া। সে একবার ৩১০০টি মুরগির ছানা কিনেছে।

    মুরগি পালনের জন্য সে ঐ মুরগির খামারে গিয়ে প্রতিদিন ২৪ ঘন্টা ধরে মুরগির ছানার সঙ্গে বাস করে। সে সময়মত মুরগির ছানাগুলোকে খাবার ও ওষুধ খাওয়ায়, যত তাড়াতাড়ি সম্ভব ঝাড়ু দিয়ে মুরগির খামার পরিষ্কার করে এবং মুরগির ছানার অবস্থার পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে, যাতে যথাসময়ে মুরগির ছানার রোগ ধরা যায়, যথাশীঘ্রই সঠিক ওষুধ দেয়া যায় এবং মুরগির ছানার ক্ষতি কমিয়ে আনা যায়।

    পরিশ্রমে ধন আনে। লুই তানতানের নিখুঁত পরিচর্যায় প্রথম দফায় শুধু শ'খানেক মুরগির ছানার ক্ষতি হয়েছে। ৩০০০টি মুরগি স্বাভাবিকভাবে বড় হয়েছে আর প্রত্যেকটার গড়পরতা ওজন ২。৮৫ কেজি । মুরগি পালনের ব্যয় বাদে, শুধু ৫২ দিনের মধ্যে সে ১৪ হাজার ইউয়ান উপার্জন করেছে। মুরগি ক্রেতা ও ব্যবসায়ীদের সূত্র থেকে জানা গেছে , হাই ছেং এলাকায় লুই তানতানের মুরগি পালনের ক্ষতি সবচেয়ে কম । কিন্তু প্রত্যেক মুরগির গড়পরতা ওজন সর্বাধিক ।

    সে বলেছে , এবছরের মধ্যে আরো দুই দফায় মুরগির চাষ করতে পারে। এই বছরই সে মুরগির খামার নির্মাণের খরচ তুলে আনতে পারবে । ভবিষ্যতে সে মুরগি পালনের অভিজ্ঞতা সমবয়সী গ্রামবাসীদের শেখাবে , যাতে তারাও তার সঙ্গে একত্রে স্বচ্ছল হতে পারে।