প্রশ্নকর্তাঃভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শ্যামনগর গ্রামের সোমা ও রমা মন্ডল
উঃ চীনের চীনা নাম হচ্ছে 中国। প্রাচীনকালে "চীন" এর অর্থ ছিলো "কেন্দ্রীয় নগর" বা "কেন্দ্রীয় রাজ্য"। আসলে ইতিহাসে "চীন" এর আওতায় রাজ্য ছাড়াও আরো অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন জাতির প্রতিষ্ঠিত ক্ষমতা এবং সম্প্রদায়। ১৯ শতাব্দীর পর 中国 দিয়ে চীনের গোটা ভূভাগ বুঝায়।
中国 শব্দটির উত্সকাল বহু আগেকার এক রাজবংশ --- শাং রাজবংশ । শাং রাজবংশের রাজধানী ছিলো ঠিক পূর্ব, দক্ষিণ , পশ্চিম, উত্তর বিভিন্ন পক্ষের জমিদারদের মাঝখানে তার অবস্থান, তাই এই ভূভাগকে 中国 বলা হতো, 中 মানে মধ্যিখান বা মাঝখান আর 国 মানে দেশ বা রাজ্য, অর্থাত্ মধ্যিখানের রাজ্য। এটা সঙ্গে সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক কেন্দ্রও বটে।
প্রাচীনকালে "চীন" একটি দেশের নাম হিসেবে আনুষ্ঠানিকভাবে আবির্ভুত হয় নি। তখনকার রাজবংশের নাম ছিলো না, কেবল সে রাজবংশের এক খেতাব ছিলো। তখনকার "চীন" এর অর্থ মাত্র ভৌগলিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের নাম।
আধুনিক যুগের ১৯১১ সালের বিপ্লবের পর "চীন প্রজাতন্ত্র" (Republic of China) প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে "চীন" আনুষ্ঠানিকভাবে এক দেশের সংক্ষিপ্ত নাম হিসেবে উঠেছে । আজ চীনের পুরো নাম হচ্ছে "চীন গণ প্রজাতন্ত্র", এটি হচ্ছে চীনা জাতির বিভিন্ন জাতির জনগণের অভিন্ন দেশ।
|