২৮ তারিখে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সার্কোজী প্যারিসে ঘোষণা করেছেন যে, আগস্ট মাস শেষ হওয়ার আগে ফ্রান্স কয়েক ডজন উগ্রপন্থী বহিষ্কার করবে । কারণ তারা চারদিকে উগ্র বক্তব্য ছড়িয়ে দিয়েছে এবং ফ্রান্সের নিরাপত্তার প্রতি হুমকি দিয়েছে ।
তিনি বলেছেন, উগ্রপন্থী বহিষ্কারের অভিযান এই সপ্তাহ থেকে শুরু হবে । ফ্রান্স ঘৃণা করতে উস্কানি দানকারী একজন আলজেরীয় মুসলমানকে প্রথমে বহিষ্কার করা হবে ।
৭ই জুলাই লন্ডনের সন্ত্রাসী বিস্ফোরণ ঘটনা ঘটার পর, ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থার মাত্রা বরাবরই লাল সতর্কতা লাইনের উপরে বজায় রাখা হয়েছে ।এতে সামরিক পুলিশের প্রতি বিমান বন্দর, রেলস্টেশন, জাহাজ বন্দর এবং বাজারের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে ।
ফ্রান্সের সন্ত্রাসদমন পরিকল্পনা " ভিগিপিরাট পরিল্পনার" মোট চারটি সতর্কতার মাত্রা রয়েছে , নিচু মাত্রা থেকে উচু মাত্রা পর্যন্ত যথাক্রমেহলুদ , কমলা, লাল আর গভীর লাল রং ।
|