২৮ জুলাই রাতে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের অংশগ্রহণকারী জাপানী প্রতিনিধি দলের কর্মকর্তা ব্রিফিংয়ে বলেছেন, জাপান পক্ষ আশা করে ২৪ ঘন্টার মধ্যে ছ'পক্ষীয় বৈঠক একটি গুরুত্বপূর্ণ ব্রেকধ্রু-ধরনের অগ্রগতি অর্জিত হবে।
এই কর্মকর্তা জানিয়েছেন, ২৮ জুলাই অনুষ্ঠিত ছ'পক্ষীয় বৈঠকে প্রধানতঃ উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ। জাপান পক্ষ আশা করে, দু'দেশের আলোচনায় সাফল্য অর্জিত হবে।
খবরে প্রকাশ, ২৯ জুলাই সকালে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া আবার দ্বিপাক্ষিক বৈঠক চালাবে। যুক্তরাষ্ট্র পক্ষও আশা করে ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন পক্ষ যৌথ দলিলপত্র প্রণয়নের কাজে অংশ নেবে।
|