২৮ জুলাই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র মাইকলেল্লান বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সব দ্বিপাক্ষিক বৈঠক ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে অনুষ্ঠিত হয়েছে, যুক্তরাষ্ট্র এককভাবে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক করবে না।
তিনি বলেছেন, যুক্তরাষ্টের পক্ষে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিদের বৈঠক হল উত্তর কোরিয়ার অবস্থান জানা ও যুক্তরাষ্ট্রের মনোভাব ব্যাখ্যা করার জন্যে। তিনি বলেছেন, বৈঠক ছ'পক্ষীয় বৈঠকের সকল প্রতিনিধি উপস্থিত থাকার অবস্থায় চলে। উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই।
|