বাংলাদেশের রাজশাহী জেলার বাসুপারা ডি-এক্স লিসনার্স সৌসাইটির সভাপতি আশফাকুল আলম জানিয়েছেন, গত ১লা মে ও ৩১ মে মে দিবস ও বিশ্ব তামাক মুক্ত দিবস, পরিবেশ দিবস আমাদের ক্লাবের উদ্দ্যোগে পালন করেছি। পরিবেশ দিবসের প্রতিপাদ্যবিষয় ছিল সবুজ নগরী, সুন্দর পৃথিবী। তা ছাড়া বৃক্ষ রোপন অভিযান উপলক্ষ্যে আমরা ১০০টা বনজ ও ফলজ গাছের চারা রোপন করেছি। গ্রামের গরিব মানুষের মাঝে বিনা মূল্যে চারা বিতরণ করা হয়েছে। আপনাদের মাধ্যমে পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে বাংলা বিভাগের সকল শ্রোতাদের কাজ করার জন্য বিশেষ অনুরোধ করছি।
পরিবেশ আমাদের দৈন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ হলে মানবজাতির ভবিষ্যত নিরাপদ হতে পারে। তাই পরিবেশ সুরক্ষা করা প্রত্যেকের দায়িত্ব । আশা করি, আমাদের শ্রোতা বন্ধুগণ ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার জন্য আরো বেশি সক্রিয়ভাবে কাজ করবেন।
|