পাকিস্তান ও ভারতের সাংস্কৃতিক আদান প্রদান জোরদার সংক্রান্ত বৈঠক দুদিন চলার পর ২৭ জুলাই ইসলামাবাদে শেষ হয়েছে । বৈঠকে দু পক্ষ পরস্পরের পবিত্রধর্মীয় স্থানে সফরকারীদের সংখ্যা বাড়ানো ইত্যাদি বিষয়ে একমত হয়েছে ।
পাকিস্তানের দি নিউস পত্রিকার একটি খবরে বলা হয়েছে , বৈঠকে দু পক্ষ পূর্ববর্তী বৈঠকে স্থির করা বিষয়গুলো আর বর্তমান বৈঠকের নতুন বিষয় আলোচনা করেছে । বৈঠকে সংস্কৃতি , শিল্পকলা , ক্রীড়া , পর্যটন , যুব সমাজ , ভিসা প্রদান ও পবিত্র ধর্মীয়স্থান সফর ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে ।
ভারত ও পাকিস্তানের সার্বিক শান্তি আলোচনার একটি অংশ হিসেবে দু দেশের পূর্ববর্তী সাংস্কৃতিক আদান প্রদান বৈঠক গত বছর ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছিলো।
|