v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-28 20:43:02    
২৮ জুলাই

cri
    ২৮ জুলাই ১৯৬৭ সাল , ইজরাইল গোটা জেরুজালেম দখল করে

    বিশ্ব কাঁপানো ছ'দিনব্যাপী ইজরাইল-মিশর যুদ্ধে শেষ পযর্ন্ত মিশর ইজরাইলের কাছে হেরে যায়। ১৯৬৭ সালের ২৮ জুন ইজরাইলের সৈন্যবাহিনীজেরুজালেম পুরোপুরি দখল করে। ইজরাইলের প্রতিরক্ষা মন্ত্রী মোসি ডাইয়াং যিনি ইজরাইলের সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন, ইজরাইলী সৈন্যদের বললেন, " আমরা পবিত্র জায়গার কেন্দ্র-স্থানে ফিরে এসেছি। আমরা কখনও এই জায়গা ত্যাগ করবো না।

    যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইজরাইল মিশরের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়ে। তবে পরিস্থিতি শীঘ্রই পরিবর্তিত হয়। ৭২ ঘন্টার মধ্যে মিশরের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়। ইজরাইলের সৈন্যরা গাজা অঞ্চল সাফ করে শীঘ্রই সিনা উপ-দ্বীপ দখল করল।

    যুদ্ধের প্রথম দিনে ইজরাইলের সৈন্যবাহিনী মিশরের ৫০টি ট্যাংক ধ্বংস করল। এসব ট্যাংকের মধ্যে অধিকাংশ সৌভিয়েত ইউনিয়ানের তৈরি। যুদ্ধের দ্বিতীয় দিনে মিশরের আরও ১৫০টি ট্যাংক বিধ্বস্ত হয় এবং ৪০০টিরও বেশী জংগী বিমান ভূপাতিত হয়।

    ইজরাইলের উত্তরাঞ্চলের যুদ্ধ লাইনে যুদ্ধ বাঁধানোর প্রথম তিন দিনে সিরিয়ার কামানগুলো ইজরাইলের কয়েকটি শহরের উপর বোমাবর্ষন করে। ইজরাইলের সৈন্যবাহিনী সঙ্গে সঙ্গে পাণ্টা আক্রমণ করে। ইজরাইলের ট্যাংকগুলো কোনো প্রতিরোধছাড়াই দামাস্কাসের দিকে অগ্রসর হয়। ছ' দিন পর দু পক্ষের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধে ইজরাইল গৌরবোজ্জ্বল জয় লাভ করল।

    ২৮ জুলাই ১৯২৮ নবম ওলিম্পিক গেমস নেদারল্যান্ডসের আমস্টার্ডামে অনুষ্ঠিত হয়

    ১৯২৮ সালের ২৮ জুলাই নবম ওলিম্পিক গেমস নেদারল্যান্ডসের আমস্টার্ডামে শুরু হয়। সেবারকার ওলিম্পিক গেমসে প্রথম বার দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতায়নারী দফা অন্তর্ভূক্ত হয়।

    ২৮ জুলাই ১৯১২ জার্মানী আর ব্রিটেনের মধ্যে বাগদাদ রেলপথ নিয়ে চুক্তি স্বাক্ষর

    ১৯১২ সালের ২৮ জুলাই জার্মানী আর ব্রিটেনের মধ্যে বাগদাদ রেলপথ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ধারাবাহিক কুমুল আলোচনার পর জার্মানী আর তুরস্ক ইরাকের বাসারার সঙ্গে সংলগ্ল রেলপথের শাখা লাইন নির্মান না করতে রাজি হয়েছে। এর আগে ব্রিটেন সবর্দাই জার্মানীর উর্বর উপ-সাগরীয় অঞ্চলে প্রবেশ প্রতিহত করার চেষ্টা করে। জার্মানী নিজের অর্থ দিয়ে এই দীর্ঘকালীন রেলপথ নির্মাণ করে । ১৯০৩ সালের চুক্তি অনুসারে জার্মানীর এই রেলপথ পরিচালনার ক্ষমতা ছিল। পরিচালনার মেয়াদ ৯৯ বছর।

    ২৮ জুলাই ১৯১৪ অস্ট্রিয়া আর হাংগেরি সার্বিয়ার উপর আক্রমণ করে

    ১৯১৪ সালের ২৮ জুলাই যখন একজন যুব সার্বিয়ার জাতীয়তাবাদী সারায়েভোতে গুলি ছুঁড়ে তখন থেকে ইউরোপীয় যুদ্ধের সুত্রপাত হয়। নিজ নিজ দেশের সংকট এড়ানো এবং স্বার্থ সিদ্ধির লোভে ১৯১৪ সালের ২৮ জুলাই অষ্ট্রিয়া আর হাংগেরি এক সঙ্গে সার্বিয়ার উপর আক্রমণ চালায়। তার পর গোটা ইউরোপে যুদ্ধ বাঁধে। ।

    ২৮ জুলাই ১৯৭৬ চীনের থাংশান শহরে ভয়াবহ ভূমিকম্প ঘটে

    ১৯৭৬ সালের ২৮ জুলাই পেইচিং সময় ৩টা ৪২ মিনিট ৫৩ সেকেন্ডে উত্তর চীনের থাংশান শহরে ভয়ংকর ভূমিকম্প ঘটে। ২৩ সেকেন্ডে মধ্যে ১০ লক্ষাধিক লোকের নিবাস বসবাসরত উত্তর চীনের বিখ্যাত শিল্প শহর থাংশান মাটির সঙ্গে মিশে যায়। এই ভূমিকম্পে ২ লক্ষ ৪০ হাজার লোক প্রাণ হারায় , দশ হাজারাধিক পরিবার ভেংগে যায়। ৯৭ শতাংশ স্থাপত্য এবং ৫৫ শতাংশ উত্পাদন সরঞ্জাম বিধ্বস্ত হয়। পরিবহণ, পানি সরবরাহ , বিদ্যুত সরবরাহ, টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরুপ ধ্বংস হয়। ভূমিকম্পে অর্থনীতির প্রত্যক্ষ ক্ষতি হয় ৩০০ কোটি।