২৮ তারিখ পেইচিংয়ে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা বিষয়ক চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় দিন । বিভিন্ন পক্ষের প্রতিনিধি দল অব্যাহতভাবে এই বিষয়ে আলোচনা করেছে ।
একই দিন সকালে উত্তর কোরীয় আর মার্কিন প্রতিনিধি দল তৃতীয় দ্বিপাক্ষিক সংলাপে মার্কিন পক্ষের উপস্থাপিত ক্ষেপনাস্ত্র , মানবাধিকার সমস্যা আর উত্তর কোরীয় পক্ষের উপস্থাপিত পারমানবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ স্থাপন বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করেছে । দক্ষিণ কোরিয় আর মার্কিন প্রতিনিধি দলও একই দিন তৃতীয় দ্বিপাক্ষিক সংলাপ করেছে ।
|