চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য- মুখপাত্র ২৮ জুলাই পেইচিংয়ে বলেছেন, ১লা আগস্ট থেকে চীনের মূলভূভাগে তাইওয়ান প্রদেশের আনারস, আম ইত্যাদি ১৫ রকমের ফলের আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে।
তিনি বলেছেন, এখন তাইওয়ানের ফল পাড়া ও বিক্রীর ব্যস্ততম সময়। মূলভূভাগে তাইওয়ানের ফল বিক্রী বাড়ানোর জন্য, মূলভূভাগের শুল্ক বিভাগ, গুনমান পরীক্ষা বিভাগ প্রভৃতি সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুতিমূলক কাজ করছে। জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগ তাইওয়ানের ফল আমদানিতে সুবিধাজনক নীতি কার্যকরী করবে।
|