চীনের রাষ্ট্রীয় বন ব্যুরোর মহা পরিচালক চৌ সেন সিয়েন ২৭ তারিখ পেইচিংয়ে বলেছেন , আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে চীনে বনায়ণ শতকরা ২৩ ভাগেরও বেশি হবে । সমগ্র দেশের প্রাকৃতিক পরিবেশ অনেক উন্নত হবে ।
একই দিন রাষ্ট্রীয় বন ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত একটি অধিবেশনে তিনি এই কথা বলেছেন ।
তিনি বলেছেন , পরিবেশের নির্মানকাজের প্রধান ভিত্তি হিসেবে বন শিল্প উন্নয়নের রণনীতি ব্যাপকভাবে বাস্তবায়িত করতে হবে এবং বন শিল্পের প্রধান প্রধান প্রকল্পের নির্মানকাজ ত্বরান্বিত করতে হবে । যাতে চীনে বন শিল্পের বিকাশ আর পরিবেশের সুষ্ঠু সুরক্ষা বাস্তবায়িত করা যায় ।
|