মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৭ জুলাই ওয়াশিংটনে সফররত চীনের রাষ্ট্রীয়কাউন্সিলার থাং চিয়া স্যুয়েনের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে থাং চিয়া স্যুয়েন প্রেসিডেন্ট হু চিন থাওয়ের একটি চিঠি বুশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অব্যাহতভাবে ত্বরান্বিত করা দু'দেশ এবং দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এমনকি বিশ্বের শান্তি ,স্থিতিশীলতা আর উন্নয়নেরও অনূকুল।
বুশ হু চিন থাওর চিঠির জন্যে ধন্যাবাদ জানিয়েছেন এবং থাং চিয়া স্যুয়েনের সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, দু'দেশের দুই রাষ্ট্র প্রধানের সফর বিনিময়ে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে।
এর আগে, থাং চিয়া স্যুয়েন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন। গত কয়েক বছরে চীন -মার্কিন সম্পর্কে যে অগ্রগতি অর্জিত হয়েছে, সাক্ষাত্কালে থাং চিয়া স্যুয়েন তার ইতিবাচক মূল্যায়ন করেছেন। রাইস বলেছেন, মার্কিন পক্ষ মনে করে, দু'দেশের নেতাদের সফর বিনিময় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু'পক্ষের মত বিনিময়ের অনূকুল। মার্কিন পক্ষ একচীন নীতি সমর্থন করতে থাকবে।
|