পীপলস ডেইলী পত্রিকার খবরে প্রকাশ: চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই ২৭ জুলাই পেইচিংয়ে চীনের রোগ প্রতিরোধ চিকিত্সা বিজ্ঞান সমিতিসহ সারা সমাজের উদ্দেশ্যে যার যার দায়িত্ব পুরোপুরিভাবে পালন করার আহ্বান জানিয়েছেন, যাতে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজ সত্যিকারভাবে জোরদার এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা করা যায়।
একই দিন অনুষ্ঠিত চীনের রোগ প্রতিরোধ চিকিত্সা বিজ্ঞান সমিতির জাতীয় প্রতিনিধি সম্মেলনে উ ই বলেছেন, চীন সরকার সব সময় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজের ওপর গুরুত্ব দিচ্ছে এবং "প্রধানতঃ প্রতিরোধ করা"-র নীতিতে অবিচল রয়েছে। তিনি বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে চিকিত্সা পরিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা ও পূর্ণাংগ করা এবং ব্যাপকভাবে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন, যাতে জনগণের স্বাস্থ্যরক্ষার মান উন্নত হয়।
চীনের রোগ প্রতিরোধ চিকিত্সা বিজ্ঞান সমিতি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই পর্যন্ত এই সমিতি ৭০ হাজার সদস্যের একটি গুরুত্বপূর্ণ সুদক্ষ দলে পরিণত হয়েছে।
|