মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৭ জুলাই ওয়াশিংটনে সফররত চীনের রাষ্টীয় কাউন্সিলার থাং চিয়া স্যুয়েনের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে থাং চিয়া সিয়েন প্রেসিডেন্ট হু চিন থাওয়ের একটি চিঠি বুশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অব্যাহতভাবে ত্বরান্বিত করা দু'দেশ এবং দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এমনকি বিশ্বের শান্তি ,স্থিতিশীলতা আর উন্নয়নেরও অনূকুল। প্রেসিডেন্ট হু চিন থাও আর প্রেসিডেন্ট বুশের চলতি বছরের সফর বিনিময় এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দু'পক্ষের মধ্যে সংলাপ, পারস্পরিক আস্থা আর সহযোগিতা জোরদার চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সহযোগিতার সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার জন্যে শর্ত সৃষ্টি করেছে।
বুশ হু চিন থাওর চিঠির জন্যে ধন্যাবাদ জানিয়েছেন এবং থাং চিয়া স্যুয়েনের সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, দু'দেশের দুই রাষ্ট্র প্রধানের সফর বিনিময়ে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে।
|