আলজেরিয়ার প্রেসিডেন্ট ভবন ২৭ জুলাই বলেছে, গত সপ্তাহে ইরাকে অপহৃত দু'জন আলজেরীয় কূটনীতিক নিহত হয়েছেন।
একই দিন ভোরে, আল-কায়েদা সংস্থার তিন নম্বর ব্যক্তি আবু মুসাদ আল-জারকাভির নেতৃত্বাধীন " আল-কায়েদা জিহাদ গ্রুপ" ইন্টারনেটে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, আলজেরিয়া সরকার ইরাকে কূটনৈতিক দল পাঠিয়ে "আল্লাহর হুকুম লঙ্ঘন" করেছে বলে এই সংস্থা আলজেরিয়ার দু'জন কূটনীতিককে হত্যা করেছে।
ইরাকের রাজধানী বাগদাদের মানসুর অঞ্চলে সশস্ত্রব্যক্তিরা ২১ জুলাই ইরাকে নিযুক্ত আলজেরিয়ার প্রধান কূটনীতিক আলি বিল্লারুসি ও তাঁর সহকর্মী আজেদিন বেল্কাদিকে অপহরণ করেছে। তারপর "আল-কায়েদা জিহাদ গ্রুপ" এঘটনার দায়িত্ব স্বীকার করে এবং ২৫ জুলাই একটি ইসলামি ইন্টারনেটে বিল্লারুসির পরিচয়-পত্র প্রকাশ করেছে।
|