২৬ জুলাই চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরো ও জাপানে চীনা দুতাবাসের যৌথ উদ্যোগে টোকিওতে "চীন-জাপান পর্যটন আদান-প্রদান ত্বরান্বিতকরণ সম্মেলন"অনুষ্ঠিত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক সাও ছিওয়েই-এর নেতৃত্বাধীন "চীনের পর্যটন আদান-প্রদান ত্বরান্বিতকরণ প্রতিনিধি দল" এই সম্মেলনে অংশ নিয়েছে। জাপানের সরকার, অর্থনীতি, পর্যটন, বিমান পরিবহন, তথ্যমাধ্যম ও বিভিন্ন বন্ধুত্বপূর্ণ সমিতি এবং সংশ্লিষ্ট সংস্থার ৮০০জনের্ও বেশি লোক আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিয়েছেন।
সাও ছিওয়ে, জাপানে চীনের রাষ্ট্র দূত ওয়াং ই আলাদা আলাদাভাবে ভাষণ দিয়েছেন। সাও ছিওয়ে বলেছেন, পর্যটন হলো শান্তির দূত এবং মৈত্রীর সেতু। দু'দেশের পর্যটনের আদান-প্রদান ও সহযোগিতার জোরদার দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ, দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও আস্থার বাড়ানো এবং দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্যে ইতিবাচক তাত্পর্যসম্পন্ন। ওয়াং ই বলেছেন ২৫ জুলাই দু'দেশের সরকার সার্বিকভাবে চীনা নাগরিক দলের জাপানে পর্যটন উন্মুক্ত করেছে, দু'দেশের বেসরকারী আদান-প্রদানের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে।
জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব, কোমেইটৌ পার্টির মহাসচিব, সিনেটের স্পীকার প্রমুখ আলাদা আলাদাভাবে ভাষণ দিয়েছেন, দু'দেশের বেসরকারী মৈত্রীর গুরুত্বপূর্ণ তাত্পর্যের ওপর ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন, এবং দু'দেশের পর্যটন আদান-প্রদানের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী বিশ্লেষণ করেছেন।
|