v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-28 15:38:22    
ফুল চাষ করেই স্বাবলম্বী হলেন ওয়েই কুওচাং

cri

    পৃথিবীতে নেদারল্যান্ডস হচ্ছে ফুলের প্রাচুর্যপূর্ণ একটি বড় দেশ। তবে যারা ফুলের চাষ করেছে , তারা জানে যে, নেদারল্যান্ডসের কোনো কোনো ফুল চাষ লাভজনক। কিন্তু এই রকম ফুল চাষ করা সহজ কথা নয়। ভালভাবে করতে না পারলে ক্ষতি হবে। উত্তরপূর্ব চীনের শেনইয়াং শহরের তুংলিং এলাকার শাংশেন গ্রামের কৃষক ওয়েই কুওচাং একটি ভাল উপায় খুঁজে বের করেছেন। তিনি ১/৬ একর উচ্চ মানের গ্রীনহাউস ভাড়া করেন , তারপর সরাসরি নেদারল্যান্ডস থেকে আধ পাকা ফুল আমদানি করে। তারপর গ্রীনহাউসে চাষ করতে থাকেন। অবশেষে পাকা ফুল বিক্রী করেন। তিনি বলেছেন " গত জুন মাস থেকে এখন পর্যন্ত আমার আয় বেড়েই চলেছে" ।

    ১৯৯৭ সাল থেকে ওয়েই কুওচাং নেদারল্যান্ডসের পাকা ফুল বিক্রী করতে শুরু করেছেন।

    তিনি বলেছেন, সেই সময়ে নেদারল্যান্ডসের ফুল ভাল বিক্রী হতো, কিন্তু ফুলের চাষ করা ব্যয় সাপেক্ষ ,এইজন্যে তিনি বেশি টাকা উপার্জন করা যায়। তারপর তিনি জানতে পেরেছেন যে , নেদারল্যান্ডসের আধ-পাকা ফুলের দাম পাকা ফুলের চেয়ে অনেক কম । তিনি ভাবেন আধ-পাকা ফুল কিনে চাষ করে বিক্রী করলে টাকা উপার্জন করার সুযোগ অনেক বেশি। এই বছর তার সুযোগ এসেছে। শাংশেন গ্রামে কোনো কোনো গ্রীনহাউস ভাড়া দেয়া হয় আর দামও খুবই সস্তা। দশ বছর মেয়াদী ভাড়া শুধু ১০ হাজার ইউয়ান। তিনি তাড়াতাড়ি করে একটি হাউস ভাড়া করেছেন, তারপর পেইচিংয়ে গিয়ে বিশেষজ্ঞের কাছে নেদারল্যান্ডসের ফুলের চাষ করার জ্ঞান শিখেছেন।

    তিনি নেদারল্যান্ডস পক্ষের সঙ্গে তাঁর কয়েক বছরের যোগাযোগ ছিল বলে আধ-পাকা ফুল কেনার নির্দিষ্ট প্রণালী রয়েছে। জুন মাসে তিনি দশ হাজার চু ইউ ও ফেনং লি শাখার আধ-পাকা ফুল কিনেছেন। ভালভাবে এই সব ফুলের চাষ করেছেন বলে অনেক মানুষ তাঁর কাছ থেকে নেদারল্যান্ডসের ফুল কিনেছেন। তিনি বলেছেন, এবছর ফুল বিক্রির অবস্থা খুব ভালো না হলেও প্রতিদিন গড়ে এক হাজারেরও বেশী টকটকে ফুল বিক্রী করতে পারেন। শরত্কালে উত্তর চীনের স্থানীয় ফুল শুকিয়ে গেছে, কিন্তু নেদারল্যান্ডসের এই ফুলগুলো স্বাভাবিকভাবে ফুটেছে বলে মানুষের সমাদর পেয়েছে।

    সেপ্টেম্বর মাসের পর, সাধারনত ফুলের বাজারে মন্দা চলে । তবে ওয়েই কুওচাংয়ের ফুল বাজারে খুবই ধুম-ধাম । তিনি অনুমান করেন যে, নববর্ষ, বসন্ত উত্সবের সময়ে নেদারল্যান্ডসের ফুল আরো ভালো বিক্রী হতে পারে। আগের অভিজ্ঞতা অনুসারে একদিনে দশ-বারো হাজার ফুল খুব সহজেই বিক্রী হতে পারে । কমপক্ষে এবছর গ্রীনহাউস ভাড়া করার খরচ তুলে আনা যাবে ।